নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। সূত্রের খবর, চার্জশিটে নাম রয়েছে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা ও এজেন্ট সুব্রত সামন্ত রায়ের। ধৃতদের বিরুদ্ধে ১২০ (বি), ১০৯, ২০১, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪২০ এবং দুর্নীতিদমন আইনের দুটি ধারায় মামলা রুজু হয়েছে।
সুব্রতর মাধ্যমেই চাকরি-বিক্রির টাকা তোলা হত যা জীবনকৃষ্ণ সাহার মাধ্যমে হাতবদল হত বলে সিবিআইয়ের দাবি। উল্লেখযোগ্যভাবে এই মামলায় আগেই ২০১ ধারায় মামলা রুজু করেছে সিবিআই। যার অর্থ তথ্যপ্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। চার্জশিটে সিবিআইয়ের দাবি, জীবনকৃষ্ণ তাঁর দুটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন এবং বহু তথ্য মুছে ফেলেন। সেই কারণেই তাঁর বিরুদ্ধে ২০১ ধারায় মামলা করা হয়েছে। চার্জশিটে কারণ উল্লেখ করে জানিয়েছে সিবিআই।
আরও পড়ুন: Urban Forestry in Kolkata: হুগলি নদীর ধারে সবুজায়নের ভাবনা, লাগানো হবে ৫০ হাজার গাছ
উল্লেখ্য চলতি বছরের এপ্রিল মাসের ১৭ তারিখ গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ৬৫ ঘন্টার ম্যারাথন জেরার পর তাকে গ্রেফতার করে সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ১৪ই এপ্রিল থেকে দুপুর ১২:০০ থেকে জেরা করা শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেরা চলাকালীনই তিনি তার দুটি মোবাইল বাড়ির পাশে পুকুরে ফেলে দেন বলে অভিযোগ। কিন্তু ফোন ফেলেও শেষ রক্ষা হয়নি জীবনকৃষ্ণের।