নিউজ ডেস্ক: শুক্রবার প্রকাশ পেল বলি অভিনেত্রী জেনেলিয়া ডি’সুজা অভিনীত ছবি ‘ট্রায়াল পিরিয়ড’-এর প্রথম গান। সেই গান শুনেই বিস্মিত বাঙালিদের একাংশ। কারণ? বলিউডের ছবিতে বাংলা গানে গলা মিলিয়েছেন জেনেলিয়া। তাও একেবারে প্রচলিত লোকসঙ্গীত ‘গোলে মালে পিরিত কইরো না’। যা দেখেই খুশিতে আপ্লুত হয়েছেন অনেকেই।
হিন্দি ছবিতে বাঙালি চরিত্রদের নিয়ে কাজ এই প্রথম নয়। এর আগে বহু সিনেমায় বাঙালিদের দেখানো হয়েছে, বলা ভালো বাঙালির সংস্কৃতি নিয়ে কাজ হয়েছে। তার মধ্যে অমিতাভ-দীপিকার ‘পিকু’, আয়ুষ্মান-পরিণীতির ‘মেরি প্যারি বিন্দু’, রণবীর-অর্জুনের ‘গুণ্ডে’ বক্স অফিসে যথেষ্ট সাফল্য লাভ করেছিল। শুধুমাত্র ছবির গল্পই নয়, ছবিগুলির গানগুলিও হিট হয়েছিল।
জেনেলিয়ার এই ছবিতেও তাঁকে এক বাঙালি মা হিসেবে দেখানো হয়েছে। কমেডি ঘরানার এই ছবিতে জেনেলিয়াকে দিল্লিবাসী একজন বাঙালি ‘সিঙ্গল মাদার’-এর চরিত্রে দেখা যাবে। সন্তানের আবদারে এক ব্যক্তিকে একমাসের জন্য বাবা সাজিয়ে নিয়ে আসার পরেই পালটাতে থাকবে ছবির প্লট ও গল্পের মোড়। সেখান থেকেই শুরু আসল গল্প।
দীপাবলির প্রেক্ষাপটে এই গানটির শ্যুটিং করা হয়েছে। উৎসব মুখর বাঙালির পারিবারিক অনুষ্ঠানের মাঝে এই গানে গলা মেলাতে দেখা গিয়েছে তাঁকে। লাল-সাদা রঙের ঘাগরা চোলিতে হাতে একতারা নিয়ে গান গাইছেন অভিনেত্রী। সাজে বাঙালি ছোঁয়া বিদ্যমান। গানটি গেয়েছেন শ্রেয়া ঘোষাল ও দেব নেগী।
নতুন এই ছবিটির পরিচালনায় রয়েছেন আলেয়া সেন। এর আগে ‘দিল জংলি’ ছবিটির পরিচালনা করেছিলেন আলেয়া। ‘বধাই হো’ ও ‘লাস্ট স্টোরিজ ২’-এর প্রযোজক ছিলেন তিনি। জেনেলিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শক্তি কপুর, শিবা চড্ডা, মানব কউল, গজরাজ রাও ও টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা বরুণ চন্দ প্রমুখ। আগামী সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে এই ছবি।