নিউজ ডেস্ক: এবার শল্য চিকিৎসায় অভূতপূর্ব সাফল্য পেলেন ইজরায়েলের চিকিৎসকেরা। মাথার খুলি থেকে ঘাড় পর্যন্ত বিরল অপারেশন করে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন তারা ১২ বছরের এক বালককে। উল্লেখ্য, বালকটির সাইকেলে একটি গাড়ি আঘাত করার পর আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছিল তাকে হাদাশা মেডিক্যাল সেন্টারে।
হাসপাতালে চিকিৎসা করার সময় চিকিৎসকেরা লক্ষ্য করেন সুলেমান হাসান নামের এই বালকের মাথার খুলি প্রায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। শিরদাঁড়া থেকে আলাদা হয়ে গেছে মাথার খুলির নীচের দিকের অংশ। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় অর্থোপেডিক ডিক্যাপিটেশন। এইরকম আঘাত বালক তো দূর, প্রাপ্ত বয়স্কদের মধ্যেও অত্যন্ত দুর্লভ।
হাসপাতাল সূত্রে অস্থি বিশেষজ্ঞ ডা ওহাদ ইনাভ বলেন,’অস্ত্রোপচারটি ছিল অত্যন্ত কঠিন আর ঝুঁকিপূর্ণ। অনেকক্ষণ ধরে চলেছিল এটি। ক্ষতিগ্রস্ত জায়গাগুলোতে প্লেট ব্যবহার করতে হয়েছে আমাদের।’ এর সঙ্গে ডা ইনাভ যোগ করেন,’ সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পেরেছে হাসান। সবচেয়ে বড় কথা, সুস্থ হওয়ার পর ছেলেটির কোনওরকম স্নায়ুঘটিত রোগ বা ডেফিসিয়েন্সির সমস্যা দেখা দেয় নি। স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে সক্ষম হয়েছে সে।’