নিউজ ডেস্ক: ভারতীয় ছাত্রকে অস্ট্রেলিয়ায় মারধরের অভিযোগ বিচ্ছিন্নতা বাদীদের বিরুদ্ধে। সাম্প্রতিককালে বিভিন্ন দেশে বিভিন্ন দূতাবাসে এবং মন্দিরে হামলাকারী ওই বিচ্ছিন্নতাবাদীদের রোষানলে এবার এক ভারতীয় ছাত্র।
অস্ট্রেলিয়ার মেরিল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় শহর সিডনীতে বিচ্ছিন্নতাবাদী সঙ্গঠনের সমর্থকরা ভারত বিদ্বেষী স্লোগান দিচ্ছিল। সেই সময় তাদের মাঝে পড়ে যায় ওই ছাত্র। ভারতীয় ছাত্র চিহ্নিত হয়ে যাওয়ায় তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে ঐ বিচ্ছিন্নতাবাদীরা। আরও জানা গেছে ওই ছাত্র পড়াশোনার পাশাপাশি উপার্জনের তাগিদে ড্রাইভারের কাজ করে।
আরও পড়ুন: Jiban Krishna Saha: বিধায়ক জীবনকৃষ্ণের বিরুদ্ধে চার্জশিটে যা উল্লেখ করল সিবিআই
ওই ছাত্র পুলিশকে জানিয়েছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ জটলা থেকে বেরিয়ে এসে চার পাঁচজন তাকে মারধর করে। এরপর পালিয়ে বাঁচার জন্য সে গাড়ির মধ্যে বসে পড়ে। গাড়ি চালিয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে উগ্রপন্থীরা তার গাড়ি ঘিরে ধরে। তার গাড়ির উপর লোহার রড দিয়ে হামলা চালানো হয়। তাঁকে গাড়ি থেকে বের করে একজন সেই রড দিয়ে নৃশংসভাবে মারধর করে। গোটা ঘটনাটি মোবাইলে রেকর্ড করে উগ্রপন্থীরা। ৫ মিনিটের মধ্যেই সমস্ত ঘটনা ঘটে এবং মারধর করার পর তারা পালিয়ে যায়।
প্রসঙ্গত ১৪ মার্চ অস্ট্রেলিয়ায় বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয়দের উপর হামলার হুমকি দিয়েছিল। পরের দিন ১৫ মার্চ তারা ব্রিসবেন শহরে অবস্থিত ভারতীয় কনস্যুলেটের দরজা জোর করে বন্ধ করে দেয়। একটি মন্দিরের দেওয়াল নষ্ট করে ওই বিচ্ছিন্নতাবাদী সমর্থকরা। সেদেশের প্রধানমন্ত্রী ইতিমিধ্যে আশ্বস্ত করেছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নেবেন।