নিউজ ডেস্ক: মারাঠি অভিনেতার রহস্যময় মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে বিনোদন জগতে। মারাঠি বিনোদন জগতে পরিচিত নাম রবীন্দ্র মহাজানি। কিংবদন্তি অভিনেতা ও পরিচালক হিসেবে ভালোই নামডাক ছিল তাঁর। শুক্রবার পুনের তালেগাঁওর জারবিয়া সোসাইটির একটি তালাবন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ।
জানা গিয়েছে, গত আট মাস যাবত ওই ফ্ল্যাটে ভাড়া থাকছিলেন তিনি। বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। অভিনেতার এমন রহস্য মৃত্যুতে উঠে এসেছে নানান প্রশ্ন। পুলিশের প্রাথমিক অনুমান অন্তত তিনদিন আগেই মৃত্যু হয়েছে রবীন্দ্র মহাজানির। হিন্দি টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেতা গশমীর মহাজানি তাঁর ছেলে।
ময়না তদন্তের পরই তাঁর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র পুলিশ। শুক্রবার বিকালে ওই আবাসনের একাধিক বাসিন্দা দূর্গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ করেন বলেই পুলিশ সূত্রে খবর। সেই অভিযোগের ভিত্তিতেই পুণের তালেগাঁও থানার সিনিয়র ইন্সপেক্টর রঞ্জিত সাওয়ান্ত তড়িঘড়ি ওই আবাসনে হাজির হন। পরে ফ্ল্যাটের তালা ভেঙে অভিনেতার মরদেহ উদ্ধার করে পুলিশ।
কীভাবে মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি। তবে তাঁর দেহে পচন ধরতে শুরু করেছিল। গোটা ধটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ আরো জানান, ওই ফ্ল্যাটে একাই থাকতেন শিল্পী। মুম্বইয়ে তাঁর ছেলের সঙ্গে যোগাযোগ করেছেন পুলিশ। গশমীর জানিয়েছেন গত কয়েকদিন ধরেই বাবার সঙ্গে যোগাযাগ করার চেষ্টা করছিলেন তিনি কিন্তু ফোনে না পাওয়ায় এক বন্ধুকে ফ্ল্যাটে খোঁজ নিতে বলেছিলেন তিনি। তার মধ্যেই এই মৃত্যু সংবাদ।
প্রথম জীবনে মুম্বইতে ট্যাক্সি চালাতেন রবীন্দ্র মহাজানি। পরে ‘সাত হিন্দুস্থানি’তে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করার পরেই ভাগ্যের চাকা ঘুরে যায় তাঁর। সম্প্রতি ২০১৯ সালে শেষবার হিন্দি ছবি ‘পানিপথ’-এ দেখা গিয়েছিল তাঁকে।