নিউজ ডেস্ক: দেশজুরে এখনই লাগু হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি। তবে তাঁর রাজ্যে বহু বিবাহের প্রচলন শীঘ্র বন্ধ করতে চলেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সমকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে বিধানসভায় এই সংক্রান্ত বিল পেশ করবে তাঁর সরকার বলেও জানিয়েছেন হিমন্ত।
মুখ্যমন্ত্রীর কথায়, অভিন্ন দেওয়ানি বিধির (ইউসিসি) পক্ষে রয়েছে তাঁর সরকার। তবে এই বিধি চালু নিয়ে এনডিএ সরকারের অন্দরেই অনেক মতপার্থক্য রয়েছে। সেক্ষেত্রে সমগ্র দেশে এই আইন লাগু করতে সময় লাগবে ভারত সরকারের। কিন্তু ততদিন অপেক্ষা করতে নারাজ তিনি। যদিও অসমে আলাদা করে অভিন্ন দেওয়ানি বিধি(ইউসিসি) চালু করছেন না বলে জানিয়েছেন হিমন্ত। ইউসিসি’র একটি অংশ, বহু বিবাহ’এর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন তিনি।
হিমন্ত আরও জানান, মে মাসে এই সংক্রান্ত বিলের খসড়া তৈরির জন্যে গুয়াহাটি হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রুমি ফুকানের নেতৃত্বে চার সদস্যের একটি পর্যবেক্ষক কমিটি গঠন করেছে তাঁর সরকার। কমিটিকে চূড়ান্ত রিপোর্ট পেশ করার জন্যে ৬০ দিনের সময়সীমা দেওয়া হয়েছে বলেও জানান অসমের মুখ্যমন্ত্রী। তবে তার মধ্যে ইউসিসি লাগু হয়ে গেলে নয়া বিল আনার প্রয়োজন নেই বলেও জানিয়েছেন হিমন্ত।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরে অসমে মুসলিম এবং জনজাতি গোষ্ঠীর একাংশ বহু বিবাহ বন্ধের দাবি জানিয়েছে। তার জন্যে আইন লাগুরও দাবি করে আসছে তারা। কিন্তু ধর্মীয় ভাবাবেগ এবং জাতিগত প্রথায় আঘাত আসতে পারে বলে মোদী সরকারও এই ব্যাপারে হস্তক্ষেপ করেনি। যদিও অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে এই সব সম্প্রদায়কেন্দ্রীক প্রথা, ঐতিহ্যও বাতিল হয়ে যাবে। অভিন্ন দেওয়ানি বিধির মূল কথাই ‘এক দেশ এক আইন’।