নিউজ ডেস্ক: অনলাইনে ভারতে অন্তর্ভুক্তি হলো পাক অধিকৃত কাশ্মীরের! না, কোনও কল্প-কথা না, সত্যিই বাস্তবে ঘটেছে এমনটাই। পাক-অধিকৃত গিলগিট এবং বালটিস্তানকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে টুইটারে! শুধু তাই নয়, গিলগিট এবং বালটিস্তানের টুইটার ইউজারেরা দেখতে পাচ্ছেন না পাকিস্তান সরকারের টুইটার হ্যান্ডেলও। বিষয়টি নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে পাকিস্তানের নেটাগরিকদের মধ্যে।
উল্লেখ্য, ইয়াসির হুসেন নামে বালটিস্তানের এক অধিবাসী টুইট করে বলেন,’আমি গিলগিট বালটিস্তানে রয়েছি। কিন্তু টুইটারে পাকিস্তানের সরকারি টুইটার হ্যান্ডেল দেখা যাচ্ছে না।’ এরপর এই অঞ্চলের অনেক নেটাগরিক দাবি করেন, গিলগিট-বালটিস্তানকে পাকিস্তানের অংশ না দেখিয়ে জম্মু-কাশ্মীরের অঙ্গ হিসেবে লোকেট করা হচ্ছে টুইটারে। বিষয়টি জানাজানি হতেই তড়িঘড়ি মুখ খোলে পাকিস্তান সরকার। জানানো হয়, এই নিয়ে টুইটারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে পাক-সরকার।
Tags: NULL