নিউজ ডেস্ক: সাঁকরাইল ব্লকের ১৫টি বুথে ভোট বাতিলের কথা ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছে এখানে ব্যালট পেপার ছিনতাই করা হয়েছিল। এক্ষেত্রে সরাসরি অভিযোগ উঠেছে সাঁকরাইলের বিধায়ক প্রিয়া পালের বিরুদ্ধে।
এই ঘটনাকে সাঁকরাইলের পাপ বলে মন্তব্য করলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। পাশাপাশি তার নিদান অবিলম্বে তাদের সতর্ক করা দরকার। রবিবার সন্ধ্যায় ২১ জুলাইয়ের প্রস্তুতি উপলক্ষে উদয়নারায়ণপুরের খিলা এলাকায় এক সভায় সাঁকরাইলের বিধায়ককে এভাবেই একহাত নিলেন সমীর পাঁজা। সমীর পাঁজা বলেন সাঁকরাইলের ঘটনা একটা পাপ। এই পাপের দায় আমাদের বহন করতে হচ্ছে। দলীয় এইসব নেতৃত্বকে অবিলম্বে সর্তক করা উচিত। এই ঘটনা গোটা হাওড়া জেলাকে কালিমালিপ্ত করেছে।
আরও পড়ুন: Abhishek Banerjee: রাহুল গান্ধীর পথেই কি অভিষেক! জোরালো দাবি সৌমিত্রর
সমীর পাঁজা আরও বলেন সাঁকরাইল ব্লকের ঘটনার ফলে নির্বাচিত সদস্য সদ্যসাদের শংসাপত্র দেওয়া আপাতত স্থগিত হয়ে গিয়েছে। এটা দুঃখের এবং উদ্বেগজনক। সাঁকরাইলের একটা ঘটনা আমাদের লজ্জায় মাথা হেঁট করে দিল। আগামী ২১শে জুলাই উদয়নারাণপুর থেকে প্রায় ২০ হাজার মানুষ ধর্মতলায় যাবেন বলে জানান সমীর পাঁজা।