নিউজ ডেস্ক: পুতিনের গলার কাঁটা ওয়াগনার সেনা কি পরিণত হয়েছে তাঁরই হাতের পুতুলে? আন্তর্জাতিক মহলে এখন এটাই বড় প্রশ্ন। উল্লেখ্য, মাসখানেক আগেই রাশিয়া-প্রধানের স্নায়ুচাপ বাড়িয়ে বিদ্রোহের বার্তা দিয়েছিল রাশিয়ারই এই ভাড়াটে সেনারা, যার নেতৃত্বে ছিলেন প্রিগোজিন। কিন্তু আকস্মিক সমস্ত হিসেব নিকেশ বদলে কিছুদিন ধরে একেবারে বেপাত্তা ওয়াগনার-নেতৃত্ব! কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার পুতিনের বিরুদ্ধে বিদ্রোহ করা ভাড়াটে সেনার নতুন প্রধান নির্বাচন করলেন খোদ পুতিনই!
সূত্রের খবর, প্রিগোজিনের চেয়ারে এবার পুতিন বসাতে চলেছেন আন্দ্রে ত্রোশেভ নামের অপর এক জনপ্রিয় ওয়াগনার নেতাকে। গতমাসে যখন পুতিন বনাম ওয়াগনার সেনার মধ্যে বিরোধ শুরু হয়েছিল, সেই সময় এই ত্রোশেভের নেতৃত্বেই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা শোনা গিয়েছিল ওয়াগনার শিবির থেকে। কিন্তু এক মাসের মধ্যে ভাড়াটে সেনাকে নিয়ন্ত্রণ করে ঘরের-শত্রু ত্রোশেভকেই ওয়াগনার-প্রধান করলেন পুতিন। এখানেই প্রশ্ন উঠছে, জীবিত আছেন তো প্রাক্তন ওয়াগনার-প্রধান প্রিগোজিন?
ইউরোপীয় ইউনিয়নের একটি তথ্য অনুসারে জানা যাচ্ছে, ত্রোশেভ একজন এক্স কর্নেল। রাশিয়ার ওয়াগনার সেনাবাহিনী স্থাপনার অন্যতম মুখ। সিরিয়ায় যুদ্ধ চলাকালীন তিনি ছিলেন নেতৃত্বে। আন্তর্জাতিক মহলে ‘গ্রে হেয়ার’ নামে পরিচিত এই দুঁদে নেতা। পাশাপাশি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকে কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। আপাতত, বিদ্রোহী ওয়াগনার সেনার পায়ে লাগাম দিয়ে গৃহ-যুদ্ধ থেকে যে হাঁফ ছেড়ে বাঁচলেন পুতিন, তা বলা বাহুল্য।