নিউজ ডেস্ক: সোমবার সকালে ভোপাল থেকে দিল্লি যাওয়ার পথে আগুন লেগে যায় বন্দে ভারত এক্সপ্রেসের একটি কামরায়। ঘটনার জেরে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা। দ্রুতই ট্রেনের সব যাত্রীদের নিরাপদে বের করে আনেন তাঁরা। এখনও অবধি হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মধ্যপ্রদেশের কুড়ওয়াই কেথোরা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রে খবর।
রেল সূত্রে আরো জানা গিয়েছে, ব্যাটারি বক্সে প্রথম আগুন দেখা যায়। দমকলকর্মীরা পৌঁছে সেই আগুন নিভিয়ে দিলেও ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে কামরার নিচে থাকা ব্যাটারি বক্সে আগুন লেগেছিল। তবে কীভাবে ওই বক্সে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। তবে ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রেল মন্ত্রক।
ভোপাল-দিল্লিগামী এই বন্দে ভারত এক্সপ্রেসটি ৭০১ কিলোমিটার রাস্তা অতিক্রম করে সাড়ে সাত ঘণ্টায় ভোপাল থেকে দিল্লি পৌঁছায়। ট্রেনটি রওনা দেয় ভোপালের রানি কমলাপতি স্টেশন থেকে এবং দিল্লির হযরত নিজামউদ্দিন স্টেশনে পৌঁছায়।