নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে প্যারাসুটের মধ্য দিয়ে আলো জ্বলতে থাকা যন্ত্র মাটিতে পড়ে যায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত ৩ নম্বর অঞ্চলের পাঁচখুরিতে।
স্থানীয় সূত্রে খবর রবিবার রাত্রি ৮ টা নাগাদ এক অজ্ঞাত যন্ত্র আকাশ থেকে ভেসে আসতে আসতে মাটিতে পড়তে দেখে। পাঁচখুরি গ্রামের বিজয় রায় নামে এক ব্যক্তির বাড়ির সামনে হঠাৎই একটি প্যারাস্যুট জাতীয় জিনিসের সাথে যন্ত্র মাটিতে পড়তে দেখে তার বাড়ির লোকজন। তারপরে পুলিশকে খবর দেওয়া হলে। সিভিক পুলিশ গিয়ে যন্ত্রটি উদ্ধার করে নিয়ে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: CCTV Theft: কারচুপির অভিযোগের মাঝে সিসিটিভি চুরি! অভিযোগ জানালেন খোদ বিডিও
তবে যন্ত্রটি কি এবং কারা, কী উদ্দেশ্যে ব্যবহার করে তা জানা নেই কারো। অজ্ঞাত এই যন্ত্রকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে পাঁচখুরি এলাকায়। গোয়েন্দামূলক কোনো কাজে এই যন্ত্র ব্যবহার করা হচ্ছিল কিনা খতিয়ে দেখছে প্রশাসন। তবে মনে করা হচ্ছে এটি আবহাওয়া সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত কোনো যন্ত্র হতে পারে।