নিউজ ডেস্ক: রাজনীতিতে নামতে চলেছেন অভিষেক বচ্চন। রবিবার এক সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর প্রকাশ্যে আমার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শেষে বাবা মায়ের পথেই হাঁটলেন অভিষেক? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
জানা গিয়েছে যে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। এমনকী ২০২৪ সালের নির্বাচনেও লড়বেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এলাহাবাদ লোকসভার আসনে প্রার্থী হতে পারেন তিনি। এমনটাই জানিয়েছে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম। যদিও সমাজবাদী পার্টির তরফে এখনো কোনো বিবৃতি জারি করা হয়নি।
অভিষেকের রাজনীতিতে যোগদানের খবর গুঞ্জন সৃষ্টি করেছে বিভিন্ন মহলে, বিশেষ করে উত্তর প্রদেশে । ১৯৮৪ সালে অমিতাভ বচ্চনও এলাহাবাদের লোকসভা আসনেই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। দেশের ৮তম লোকসভা নির্বাচনে ৬৮ শতাংশ ভোটে জিতেও গিয়েছিলেন তিনি। যদিও পরে ১৯৮৭ সালের জুলাই মাসে নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি।
অন্যদিকে ২০০৪ সালে সমাজবাদী পার্টির তরফেই লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন জয়া বচ্চন। ২০১৮ সাল পর্যন্ত চারবার রাজ্যসভার সাংসদ হন তিনি। যদিও ২০১৩ সালে একটি ইন্টারভিউতে অভিষেক বলেন যে বাবা মায়ের মত রাজনীতিতে তিনি অংশ নিতে চান না। ছবিতে রাজনীতিবিদ হিসেবে অভিনয় করলেও বাস্তবে রাজনীতি থেকে দূরে থাকতে চান তিনি।