নিউজ ডেস্ক: বন্যা এবং ধসের কবলে পড়ে কমপক্ষে ৪০ জনের মৃত্যু হলো দক্ষিণ কোরিয়ায়। নিখোঁজ প্রায় ১০ জন। নর্থ চাংচেয়ং প্রভিন্সের চেওংজু শহরে ১৪১০ ফুটের গভীর টানেলে এখনও আটকে অসংখ্য গাড়ি। গাড়িগুলি উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকারী দল।
দক্ষিণ কোরিয়ার সরকারের তরফ থেকে জানানো হয়েছে, মৃতরা বন্যা অথবা ধসের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রপতি ইয়ুন সুক ইয়োল নাগরিকদের সচেতন করে তাঁর বিবৃতিতে জানান,’এই রকম চরম আবহাওয়ার সঙ্গে আমাদের আপাতত আপোস করে চলতে হবে। জলবায়ু পরিবর্তনকে মেনে নিয়ে তা মোকাবিলা করতে হবে আমাদের।’ বন্যা কবলিত এলাকা পরিদর্শনেও যাবেন বলে জানান তিনি।
অন্যদিকে, চেওংজু শহরের কেন্দ্রীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে ৬৮৫ মিটার দীর্ঘ ওসোং ভূগর্ভস্থ টানেলটিতে যানবাহন আটকে যাওয়ার পরে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় একটি নদীর তীর ভেঙ্গে একটি আকস্মিক বন্যায় একটি বাস সহ ১৫ টিরও বেশি যানবাহন ভেসে গেছে। ডুবুরিসহ প্রায় ৯০০ জন উদ্ধারকারী টানেলে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এখনও। রাষ্ট্রপতি ইয়ুন উদ্ধারকারী দলকে সর্বশক্তি দিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পুনরায় স্বাভাবিক করে তোলার কাজও দ্রুত করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।