নিউজ ডেস্ক: বারুদ- মশলা সবই মজুত ছিল। দরকার ছিল আগুনের। রবিবার ফ্লোরিডায় ফোর্ট লাউডারডেল স্টেডিয়ামে সেই ‘আগুন’ লাগল লিওনেল মেসি সামনে আসার পরেই। দর্শকঠাসা স্টেডিয়ামে মেসি ঢোকার পরেই চিৎকার শুরু। বাঁধনহারা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দর্শকদের সামনেই মেসির হাতে তুলে দেওয়া হল সেই দশ নম্বর জার্সি। চুক্তি হল পাঁচ বছরের।
সংক্ষিপ্ত বক্তৃতায় মেসি বললেন, “আপনাদের টানেই আমি এসেছি এখানে। পরিবার আমার সঙ্গে আছে। আশারাখি, আপনারাও থাকবেন আমার পাশে। দেখবেন আগামী দিনগুলো আমাদের কাটবে অত্যন্ত সুন্দরভাবে।” কবে থেকে মেসি নামবেন প্র্যাক্টিসে? সেই দিনক্ষণ মেসি বলেননি ঠিকই। কিন্তু সাফ বলেছেন, ‘ মাঠের নামার জন্য আমার মন ছটফট করছে। আমি দিনকয়েকের মধ্যে প্র্যাক্টিসে নামবো।’ ইন্টার মিয়ামিতে মেসির আত্মপ্রকাশের দিন দর্শকঠাসা স্টেডিয়াম দেখে তাজ্জব সে দেশের ফুটবল কর্তারা। ডেভিড বেকহ্যাম পর্যন্ত খেলেছেন মেজর সকার লিগে। কিন্তু উন্মাদনা তুলতে পারেননি। কিন্তু মেসি সেই উন্মাদনা নিয়ে আসতে পারবেন বলেই সকলের আশা।
আরও পড়ুন: Swapna Barman: ব্যাঙ্কক এশিয়ান মিটে রুপো স্বপ্নার, এবার এশিয়াড
মেসির আত্মপ্রকাশের দিনে পাশেই ছিলেন বেকহ্যাম। চোখে-মুখে তাঁর খুশির ঝিলিক। মেসির পাশে দাঁড়িয়ে প্রাক্তন ইংল্যান্ড ক্যাপ্টেন বললেন, “আশাকরি মেসি পারবে আমেরিকার ফুটবলে নতুন চ্যাপ্টার লিখতে।” মেসির ফুটবল কেরিয়ারের সম্ভবত শেষ ইনিংস এই ইন্টার মিয়ামি। বেশিদিনের পুরোনো নয় এই ক্লাব। কিন্তু মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পরেই ছয়টি নতুন কোম্পানির সঙ্গে স্পনসরশিপ সই হয়েছে। অপেক্ষায় আরও কোম্পানি। বাকি এখন সাফল্যটুকু। মেসির জন্য ফুটছে গোটা আমেরিকা।