নিউজ ডেস্ক: স্কুল পেরিয়ে সদ্য কলেজে উঠে প্রেমে পড়ার যে অনুভূতি তা ভাষায় প্রকাশ করা বেশ কষ্টসাধ্য। কিন্তু এর চেয়েও বেশি কষ্টকর প্রেম টিকিয়ে রাখা। কলেজ শেষে কর্মজীবনে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই বদলে যেতে থাকে সম্পর্কের সমীকরণ। তবে সম্পর্ক ভালো রাখতে মাঝেমধ্যেই একান্তে সময় কাটানো উচিত সব কাপলদের। প্রতিদিনের স্ট্রেস ও সম্পর্কে একঘেয়েমি কাটাতে আদর্শ হতে পরে নিভৃতে দুজনে সময় কাটানো বা ডেট করা। এই তিনটি ডেট আইডিয়া হতে পারে আপনার সঙ্গী।
১. গ্রসারি শপিং: লিভ ইন রিলেশনশিপ আজকালকার দিনে খুবই সাধারণ একটা বিষয়। এরকম সম্পর্কে থাকলে বাড়ির নিত্য দিনের বাজার হাটের দায়িত্ব একজনের ঘাড়ে না দিয়ে সপ্তাহের শেষে দুজনেই চলে যান বাজারে। টুকটাক কেনাকাটার মাঝে সময় কাটানো যায় বেশ ভালো।
২. পুরনো ছবি বা অ্যালবাম দেখুন: ছবি ১০০০ শব্দের সমান। এই কথাটি মাথায় রেখে মাঝে মাঝেই আপনাদের পুরনো ছবি দেখুন। পারিবারিক অ্যালবাম, একে অপরের ছোট বেলার ছবি দেখার মধ্যে আলাদাই আনন্দ আছে। কলেজ জীবনের একসঙ্গে কাটানো সময়টাও পুরনো ছবি দেখে মনে পড়ে যায়।
৩. অচেনা অ্যাডভেঞ্চার: প্রেম করার সময় পুরো শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ানো এখন আর হয় না। সময় কই? একদিন হুট করেই দুজনে বেরিয়ে পরুন। যে বাস পাবেন উঠে পড়ুন, বাসের শেষ যাত্রী হয়ে নামুন শহরের শেষ প্রান্তে। অদ্ভুত ডেট আইডিয়া তাই না? বা টিকিট কেটে উঠে পড়ুন কোনো এক লোকাল ট্রেনে যে স্টেশন দেখে ভালো লাগবে নেমে পড়ুন। তারপর ইতিউতি ঘুরে ফের বাড়ি। সম্পর্কের একঘেয়েমি কাটাতে অব্যর্থ দাওয়াই হতে পারে।