নিউজ ডেস্ক: তৃণমূল গণতন্ত্রের কাঠামোর ক্ষমতার অপব্যবহার করছে। এখানে গণতন্ত্র চলে না। আইনের শাসন নেই। সারা দেশের মানুষ দেখেছে কিভাবে তৃণমূল কংগ্রেস গণতন্ত্র ধ্বংস করছে। সল্টলেকে জাতীয় হোমিওপ্যথি সংস্থার বয়েজ হোস্টেলের শিলান্যাস অনুষ্ঠানে এসে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল এভাবেই সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করলেন।
এদিন আন্ডার গ্রাজুয়েট কোর্সে ছাত্রদের জন্য হোস্টেলের শিলান্যাস করা হয়। এই প্রতিষ্ঠান এর আগেই ছাত্রীদের জন্য হোস্টেল ছিল। এবার ছাত্রদের জন্য হোস্টেল হওয়ায় দূরদূরান্ত থেকে আসা পড়ুয়ারা উপকৃত হবে। সল্টলেকের এই হোমিওপ্যাথি ইনস্টিটিউটে প্রত্যেকদিন হাজার হাজার রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসেন। অনেক ক্ষেত্রে অব্যবস্থার অভিযোগ ওঠে।
আরও পড়ুন: Opposition Unity: সোমবার থেকে ‘মহাজোটের’ হাই-ভোল্টেজ বৈঠকের সূচনা
কেন্দ্রীয় মন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করা তিনি বলেন, “মানুষের বিশ্বাসের জন্য ওপিডিতে রোগীদের সংখ্যা বাড়ছে। লক্ষ লককহয় মানুষের চিকিৎসা হচ্ছে। সকলে মিলে এই সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে”। এদিন মন্ত্রী ঘোষণা করেন এখানে ১৫০ বেডের হাসপাতাল হবে। পোস্ট গ্রাজুয়েট পড়াশুনা হবে। প্রায় ৩০০০ হাজার মানুষ পিরিতে চিকিৎসা করাচ্ছে এই সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যাতে উন্নততর পরিষেবা দেওয়া যায় সেদিকেও লক্ষ্য রাখা হচ্ছে।