নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কি শিল্পপতিকে নিয়ে অনেক লেখালেখি, আলোচনা তো হয়েই থাকে। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি। ‘ধনী ভিখারি’ কথাটাই পরস্পরবিরোধী। কিন্তু তা সত্ত্বেও জানা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে বড়লোক ভিখারি বাস করেন ভারতেরই মুম্বইয়ে!
না কামানো চুল-দাড়ি, পরনে ছেঁড়া-ফাটা পোশাক পরে মুম্বাইয়ের একাধিক ব্যস্ত রাস্তায় ভিক্ষা করতে দেখা যায় ভরত জৈন নামের এই ভিখারিকে। বেশ-ভূষায় তো ভিখারিই, কিন্তু ভিক্ষা করে অর্জিত তাঁর সম্পত্তি আর দৈনন্দিন রোজগারের অঙ্কটি শুনলে ভিরমি খেয়ে যাবেন অনেক তাবড় তাবড় সামাজিকভাবে ঘোষিত ধনী শিল্পপতিরাও! একটি তথ্যসূত্র অনুযায়ী, ভরত জৈনের বর্তমান সমস্ত স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট সম্পত্তির মূল্য ৭.৫ কোটি টাকা! এখনও তিনি ভিক্ষা করেই নিয়মিতভাবে দৈনন্দিন রোজগার করেন ২০০০-২৫০০ টাকা পর্যন্ত, যা কামাতে পারেন না অনেক সিনিয়র আইটি কর্তারাও! ভিক্ষা করে ঘণ্টায় ২০০ টাকা পর্যন্ত রোজগার করেন তিনি।
শুনতে অবাক লাগে, ভিক্ষা করেও ঘণ্টায় ২০০ কামানো যায় এত সহজে? আসলে ভিক্ষাবৃত্তিটাও যে বুদ্ধি দিয়ে আপগ্রেড করা সম্ভব সেই পথ দেখান ভরত। সময় অনুযায়ী মুম্বইয়ের কোন রাস্তা কোন সময়ে ব্যস্ত হয়ে পড়ে, তা জানা থাকে ভরতের। সেই সময় বুঝেই সেই এলাকায় ভিক্ষা করতে যান তিনি। আর মুম্বইয়ে যাওয়া-আসার পথে ৫- ১০ টাকা ভিক্ষা দেওয়ার লোকজনের নেই কোনও অভাব। এমনকি মুম্বইয়ের যে এলাকাগুলি বিদেশীদের বিচরণভূমি, সেই এলাকাতেও ‘ফিল্ড ডিউটি’ দেন ভরত। আর বিদেশীদের থেকে মোটা টাকা ভিক্ষা ম্যানেজ করাও বিশেষ সমস্যা হয় না ভরতের কাছে।
মুম্বইতে VIP এয়াকায় ১.২ কোটি টাকার ফ্ল্যাট কেনা রয়েছে ভরতের! রয়েছে দুটি ভাড়া ঘরও, যা বাজারে খাটিয়ে মাসে হাতে আসে আরও ৩০০০০ মতো টাকা। বাবা, ভাই, স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে ভরতের পরিবার। আর সঙ্গে রয়েছে পারিবারিক ব্যবসাও। ছেলেদের পড়িয়েছেন নামি-দামি ইংরেজি মাধ্যম স্কুলেও। জানা যায়, পরিবারের নিষেধ সত্ত্বেও ভিক্ষাবৃত্তি ছাড়তে পারেন নি ভরত। আর সবচেয়ে বড় কথা, অর্থের জোর সত্ত্বেও অফিস টাইমে অর্থাৎ ভিক্ষার সময় ভিখারি সাজা ইউনিফর্মটি কিন্তু পরতে ভোলেন না এই ধনী ভিখারি। সব মিলিয়ে পেশার প্রতি যথেষ্ট নিষ্ঠাবান বিশ্বের সবচেয়ে বড়লোক ভিখারি ভরত জৈন।