নিউজ ডেস্ক: নতুন কোচের সন্ধানে পিভি সিন্ধু। সামনের প্যারিস অলিম্পিকের জন্য তিনি চাইছেন মালয়েশিয়ার বিখ্যাত ব্যাডমিন্টন খেলোয়াড় মোহাম্মাদ হাফিজ হাসিমকে। প্রাক্তন এই অল ইংল্যান্ড চ্যাম্পিয়নকে সার্ভিস কোচ হিসেবে চাইছেন সিন্ধু।
সিন্ধুর বর্তমান কোচ বিমল কুমার জানিয়েছেন, ‘সপ্তাহখানেক আগে সিন্ধু নিজে চিঠি লিখেছে সাইকে। কিন্তু উত্তর এখনও কিছু আসেনি।’ ভারত থেকে এখনও পর্যন্ত পিভি সিন্ধুই প্যারিস অলিম্পিকে যোগদানের ছাড়পত্র পেয়েছেন। বাকিরা লড়াই করছেন। এর আগের দুটো অলিম্পিকে পদক রয়েছে সিন্ধুর। প্যারিসে পদক জিতলে হ্যাটট্রিক হবে। আপাতত সে দিকেই চোখ তাঁর।
আরও পড়ুন: Carlos Alcaraz: মহাকাব্যিক ম্যাচে নয়া ইতিহাস আলকারাজের
সিন্ধুর বর্তমান কোচ বিমল কুমারের সঙ্গে থাকছেন আর এক বিদেশি কোচ ভিক্টর অ্যালেক্সন। কিন্তু তারপরেও সিন্ধু সার্ভিস আরও উন্নত করার জন্য মালয়েশিয়ার কোচের জন্য দরবার করছে। যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য হাসিম বর্তমানে হায়দরাবাদে রয়েছেন সুচিত্রা অ্যাকাডেমির কোচের দায়িত্ব নিয়ে। ফেব্রুয়ারিতে তিনি সেখানে কাজে যোগ দিয়েছেন।চুক্তিও রয়েছে। সেই চুক্তি ভেঙ্গে বেরিয়ে আসতে গেলে অবশ্যই সমস্যা তৈরি হতে পারে। হতে পারে আইনী জটিলতাও।