নিউজ ডেস্ক: উপত্যকায় ফের সফল ভারতীয় সেনা। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম ৪ জঙ্গি। চলতি বছরের শুরু থেকে পুঞ্চ এবং রাজৌরি এলাকায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছিল জঙ্গিরা। ৪ জঙ্গিকে খতম করে অবশেষে বড় সাফল্য পেল ভারতীয় সেনা।
সূত্রের খবর, সুরানকোট এলাকার সিনদারায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পায় স্থানীয় পুলিশ। গোপন সূত্রে পাওয়া সেই খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় এলাকা ঘিরে তল্লাশি মিলিত অভিযান শুরু করে পুলিশ এবং ভারতীয় সেনার একটি দল। নিরাপত্তারক্ষীদের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা। পাল্টা আক্রমণ করে জওয়ানরা। তাতেই মৃত্যু হয় ৪ জঙ্গির। তবে এখনও পর্যন্ত মৃতদের পরিচয় পাওয়া যায়নি। তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, তাও জানা যায়নি।
ঘটনা প্রসঙ্গে ট্যুইট করে সেনার হোয়াইট নাইট কর্পস। জানান হয়, গোপন তথ্যের ভিত্তিতে মইদানা গ্রামে অভিযান চালান হয়। অভিযানের নাম ‘অপারেশন ত্রিনেত্র ২’। পুলিশ এবং সেনার যৌথ এই অভিযানেই ৪ জঙ্গিরে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনা। মৃতদের কাছ থেকে ৪টি AK47 রাইফেল, দুটি পিস্তল এবং বেশকিছু গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া গিয়েছে বলেও জানিয়েছে সেনা। সেইসঙ্গে তাদের দাবি, এই অভিযানের কারণে এলাকায় বড়সড় জঙ্গি আক্রমণ ঠেকানো গিয়েছে।
উল্লেখ্য, পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গিদের অনুপ্রবেশের খবর পায় নিরাপত্তারক্ষীরা। সেই মতো এলাকায় অভিযান চালায় তারা। দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সফলতা পায় জওয়ানরা। মৃত্যু হয় দুই জঙ্গির। ঘটনাপ্রসঙ্গে এক সেনা আধিকারিক জানান, মৃত জঙ্গিদের কাছ থেকে ম্যাগাজিন সহ একটি AK47 রাইফেল এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বড়সড় হামলা চালানোর মত একাধিক আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানান ওই আধিকারিক।