নিউজ ডেস্ক: আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কৌস্তুভ রায়। সোমবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করে ইডি। সোমবার বিকেল বেলা থেকে রাত পর্যন্ত দীর্ঘক্ষন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগেও তিনি গ্রেফতার হয়েছিলেন।
সূত্রের খবর প্রতারণা মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। একটি বেসরকারি সংস্থার কর্মকর্তাদের সঙ্গে প্রতারণা মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয়। কৌস্তুভের অফিস ও বাড়িতে কয়েক মাস আগে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। সেই সময় তাঁর কাছ থেকে বাজেয়াপ্ত হয় বহু নথি। কিন্তু গ্রেফতার হননি তিনি। তবে কঠোর পদক্ষেপ হতে পারে সেই ইঙ্গিত ছিল।
জানা গেছে কৌস্তুভকে সোমবার সকালে তলব করা হয়েছিল কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি জানান সকালে তাঁর পক্ষে সকালে ব্যস্ততা হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে বিকেলে তিনি আসতে পারেন। তার বক্তব্য মেনে নিয়ে ইডি তাকে বিকেল চারটের সময় হাজিরা দিতে বলে। কথামত বিকেলে ইডি দপ্তরে আসেন কৌস্তুভ রায়। টানা জিজ্ঞাসাবাদ করার পর তাকে রাত একটা নাগাদ তাকে গ্রেফতার করা হয়। কৌস্তুভের মোবাইল ফোন ও বাজেয়াপ্ত করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কৌস্তুভকে সোমবার বেশ কিছু নথি নিয়ে হাজিরা দিতে বলেছিল ইডি। সেই নথিতে বহু অসংগতি ছিল। সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: Sarbananda Sonowal: মমতাকে ধুয়ে দিলেন সর্বানন্দ সোনেওয়াল
কৌস্তুভ রায় কলকাতা টিভি নামে একটি বেসরকারি টিভি চ্যানেলের কর্তা। এর আগে চিরাগ কম্পিউটার নামে সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সংস্থা ব্যাংক প্রতারণায় যুক্ত ছিল বলে অভিযোগ। সেই মামলায় শিবাজী পাঁজার সঙ্গে কৌস্তুভ ২০১৮ সালের ১৫ মার্চ গ্রেফতার হন।
কৌস্তভের অভিযোগ যেহেতু তাঁর চ্যানেল রাজ্যের শাসক দলের পক্ষে এবং কেন্দ্রীয় সরকারের বিপক্ষে প্রচার করে থাকে তাই প্রতিহিংসার রাজনীতির শিকার তিনি। এর আগে তাঁর সঙ্গে যোগাযোগ থাকা একটি চ্যানেল যার নাম রোজ টিভি সেটিও বন্ধ করে দেওয়া হয়। প্রসঙ্গত কৌস্তুভ দীর্ঘ দিন ধরে তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। শাসকদলের নেতা-নেত্রীদের সঙ্গে বহু মঞ্চে দেখা গিয়েছে তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরে সফর সঙ্গী ছিলেন তিনি। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রথমবার তলব করেছিল তখন পার্থর সঙ্গী হিসেবে দেখা গিয়েছিল কৌস্তুভ রায়কে।