নিউজ ডেস্ক: পাটনায় তৃণমূলের সঙ্গে বাম-কংগ্রেসের বৈঠক নিয়ে আগেই ‘বাংলায় কুস্তি দিল্লিতে দোস্তি’ বলে কটাক্ষ ছুঁড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার সোনিয়া গান্ধীর ডাকা ডিনার পার্টিতে রাহুল গান্ধী- সীতারাম ইয়েচুরি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এক টেবিলে উপস্থিতি নিয়ে ফের মুখ খুললেন তিনি। উল্লেখ্য, রাজ্যে সন্ত্রাস নিয়ে বাম-কংগ্রেস নেতৃত্ব একযোগে তৃণমূলকে আক্রমণ করতে থাকায় ডিনার পার্টিতে প্রথমে না যাওয়ার সিদ্ধান্ত নিলেও শেষমেশ ডিনারে দেখা যায় তৃণমূল-সুপ্রিমোকে। এরপর থেকেই বাম-কংগ্রেস-তৃণমূলকে একাসনে বসিয়ে সেটিংয়ের অভিযোগে আক্রমণ করে চলেছে বিজেপি।
এই প্রসঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ শুভেন্দু অধিকারীর বক্তব্য। যে বাম-কংগ্রেস কর্মীদের পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমা দিতে গিয়ে, অথবা ভোটের দিন কিংবা ফলাফলের দিনকেও সন্ত্রাসের বলি হতে হয়েছে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে, তাঁদেরই শীর্ষনেতারা কীভাবে তৃণমূলের সঙ্গে বৈঠকে বসছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ প্রসঙ্গে রাজ্যের সাধারণ বাম-কংগ্রেস কর্মীদেরকে দল থেকে বেরিয়ে এসে বিজেপিতে যোগদানের আমন্ত্রণ জানান শুভেন্দু। শুধু তাই নয়, প্রয়োজনে ভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার পরামর্শও দেন তিনি তাঁদের উদ্দেশ্যে।
তিনি বলেন,’ বাম-কংগ্রেসের যে সব কর্মীরা ভোটের আগে এবং ভোট-পরবর্তী সন্ত্রাসে ভুক্তভোগী হয়েছেন, তাঁদের আমি খোলাখুলিভাবে বিজেপিতে এসে একসঙ্গে লড়াই করার আমন্ত্রণ জানাই। আর যাদের বিজেপিতে আসতে সমস্যা আছে, তারা একটি প্ল্যাটফর্ম তৈরি করে মমতা সরকারের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’ এক কথায় আরও একবার পশ্চিমবঙ্গের বাম-কংগ্রেস কর্মীদের তাঁর ‘নো ভোট টু মমতা’ প্রচারে অংশ নিতে সরাসরি আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারী।