নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবল দলের হেড কোচ ইগর স্টিম্যাচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরকে একটি খোলা চিঠি লিখেছেন। এই চিঠিতে তিনি ২০২৩ এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণ করার অনুমতি চেয়েছেন। এই চিঠির একটি ছবিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেইসঙ্গে তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে ভারতীয় ফুটবলাররা এই টুর্নামেন্টে দুরন্ত পারফরম্যান্স করতে পারে ভারতীয় দল।
কিন্তু কেন ইগর স্টিম্যাচকে এ নিয়ে চিঠি লিখতে হল। সোশাল মিডিয়াতে সেই চিঠি কপি ঘুরছে ফুটবল প্রেমীদের কাছে। মোদ্দা কারণ, ভারতীয় অলিম্পিক কমিটির শর্তপূরণ করতে পারছে না ভারতীয় ফুটবল টিম। এশিয়ার মধ্যে প্রথম চারের মধ্যে না থাকলে কোনও টিমকেই পাঠানো হবে না এশিয়ান গেমসে। নতুন কিছু নয়, এ নিয়ম বহু পুরোনো। সে ক্ষেত্রে নিজের অর্থে এশিয়ান গেমসে খেলতে হবে ভারতীয় ফুটবল টিমকে। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে নিজেই অলিম্পিক কমিটির সিইও। তিনিও বিষয়টি নিয়ে সরব হতে পারছেন না। সরব হলেই স্বার্থের সংঘাতে পরে যেতে পারেন। তাই ইগর স্টিম্যাচকে তিনি মাঠে নামিয়েছেন কেন্দ্রীয় সরকারের মনঃসংযোগের জন্য। যদি এ সব শুনে কেন্দ্রীয় সরকার টিমের যাবতীয় খরচ বহন করে।
আরও পড়ুন: P V Sindhu: হাসিমকে কোচ হিসেবে চাইছেন সিন্ধু
সোশাল মিডিয়াতে ক্রোয়েশিয়ান কোচের অনুরোধের পর কেন্দ্রীয় স্তরে আলোচনা চলছে। কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি। কিন্তু অপেক্ষার পালা শেষ হয়নি এখনও। স্টিম্যাচ লিখেছেন, একজন খেলোয়াড় সবসময়ই দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। সম্প্রতি ভারতীয় ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপ জয় করেছিল। সেকারণে ফুটবলারদের আত্মবিশ্বাস অনেকটাই উর্ধ্বমুখী রয়েছে। এই টুইটে স্টিম্যাচ লিখেছেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা অনুরোধ করতে চাই। দয়া করে আমাদের ফুটবল দলকে এশিয়ান গেমসে খেলার অনুমতি দেওয়া হোক। আমরা দেশের সম্মান এবং জাতীয় পতাকার জন্য আপ্রাণ লড়াই করব।’ এই টুইটের সঙ্গেই তিনি চিঠির একটি ছবি শেয়ার করেছেন। পাশাপাশি ইতিমধ্যে ঝড়ের গতিতে ভাইরালও হতে শুরু করেছে।
এই চিঠিতে ইগর স্টিম্যাচ লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আপনাকে এশিয়ান গেমসে জাতীয় ফুটবল দলের অংশগ্রহণের ব্যাপারে কেউ কিছু বলেছে কি না, তা আমি জানি না। এই প্রতিযোগিতায় ভারতীয় ফুটবল দলের অংশগ্রহণের ব্যাপারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। আমরা ভারতীয় পতাকার হয়ে প্রতিনিধিত্ব করতে পারব না। ২০১৭ সালে ভারতের মাটিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। দেশের তরুণ ফুটবলারদের তৈরি করার ক্ষেত্রে একটা বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। আপনি সবসময় ভারতের এই ফিফা বিশ্বকাপে আয়োজন করার ব্যাপারে উৎসাহিত করেছিলেন। আমি নিশ্চিত যে এবারও আপনার থেকে আমরা তেমনই সমর্থন পাব। তবে এই আশ্বাসের হাত যদি আগামীদিনও থাকে, তাহলে আমি নিশ্চিত যে সেইদিন আর খুব বেশি দুরে নেই যখন ভারতীয় ফুটবল দল আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।’
A humble appeal and sincere request to Honourable Prime Minister Sri @narendramodi ji and Hon. Sports Minister @ianuragthakur, to kindly allow our football team to participate in the Asian games
We will fight for our nation’s pride and the flag!
Jai Hind!#IndianFootball pic.twitter.com/wxGMY4o5TN— Igor Štimac (@stimac_igor) July 17, 2023
পাশাপাশি তিনি আরও লিখেছেন, ‘আমি এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে ২০১৭ সালে যে ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ টুর্নামেন্ট খেলেছিল, তারা অনূর্ধ্ব-২৩ বিশ্বকাপ কোয়ালিফায়ারেও যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছিল। এই দলটা যথেষ্ট প্রতিভাধর, কিন্তু তাদেরই এশিয়ান গেমস থেকে বঞ্চিত করা হচ্ছে। এই দলটার এশিয়ান গেমসে অংশগ্রহণ করা খুবই দরকার। আর এরা এই টুর্নামেন্টের যথেষ্ট যোগ্য দাবিদার। যে কারণ দেখিয়ে ভারতীয় ক্রিকেট দলকে বের করে দেওয়া হয়েছে, সেটা অত্যন্ত অন্যায়। ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আমি মনে করি যে যত দ্রুত সম্ভব এই ব্যাপারে আপনার এবং ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি।’