নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী পদ নিয়ে আগ্রহী নয় কংগ্রেস। এই বিষয়ে বাকিদের পছন্দের প্রার্থীকে সমর্থন জানাবে তারা। ‘মহাজোট’এর বৈঠকে দলের তরফে সাফ জানিয়ে দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তাঁর দাবি, দেশের গণতন্ত্র রক্ষা করাই দলের মূল লক্ষ্য।
কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার কথায়, “ক্ষমতা সম্প্রসারণের জন্যে আমরা এই বৈঠক করছি না। দেশের সংবিধান, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়কে সংরক্ষণ করাই হল আমাদের প্রধান উদ্দেশ্য”। সেইসঙ্গে তিনি জানান, মার্চ মাসে এই বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিয়েছিল কংগ্রেস। ‘বিভাজনকারী শক্তি’ এর বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করা কংগ্রেসের প্রধান লক্ষ্য বলেও জানান খার্গে।
আরও পড়ুন: Opposition Meet: সোনিয়া-মমতা বার্তালাপের মধ্যেই ফাটল ‘মহাজোট’এ!
উল্লেখ্য, বাংলার রাজনীতিতে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে বাম-কংগ্রেস জোট। আবার আপের সঙ্গে একাধিক বিষয়ে মতপার্থক্য রয়েছে কংগ্রেসের। এই প্রসঙ্গে খার্গে জানান, রাজ্যস্তরে পার্থক্য থাকলেও সেগুলি সাধারণ মানুষের প্রয়োজনীয়তার থেকে বড় নয়। সুতরাং ‘বিজেপি সরকারের অত্যাচার থেকে দেশবাসীকে রক্ষা করতে’ এই সমস্ত মতপার্থক্য দূরে সরে রেখে এগিয়ে যাওয়াই মহাজোটের মূল লক্ষ্য বলেও জানান কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। খার্গের দাবি, মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের জ্বালায় চরম সংকটে দেশের মানুষ। সেই সমস্যার সমাধানের জন্যে মহাজোটের প্রয়োজনীয়তা রয়েছে।
মঙ্গলবার শরিকি দলগুলির সঙ্গে বৈঠকের কথা রয়েছে কেন্দ্রের এনডিএ সরকারের। সেই প্রসঙ্গেও বিজেপিকে কটাক্ষ করেছেন খার্গে। তাঁর দাবি, “৩০৩টি আসন নিজেদের ক্ষমতায় পায়নি বিজেপি। জোটসঙ্গীদের ভোটব্যাঙ্ককে কাজে লাগিয়ে ক্ষমতায় এসেছে তারা। তারপর শরিকদের ভুলে গিয়েছে”। হঠাৎ করে জোটসঙ্গীদের কথা মনে পড়ে গিয়েছে বিজেপির বলে দাবি খার্গের। সেইসঙ্গে, এদিনের বৈঠকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিয়েও কটাক্ষ করেন খার্গে। তাঁর অভিযোগ, বিরোধী শিবিরের বিরুদ্ধে সিবিআই, ইডি’কে অস্ত্রের মতো ব্যবহার করছে গেরুয়া শিবির।