নিউজ ডেস্ক: একদিকে বিরোধী মহাজোট গড়ে তুলতে মমতা সোনিয়া বৈঠকে বসলেন। সেদিনই বাংলার কংগ্রেস কর্মীরা জোটের প্রতিবাদে সরব হলেন। কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমঝোতা মানতে নারাজ কংগ্রেসের বঙ্গ ব্রিগেড। কৌস্তভ বাগচী, সুমন রায় চৌধুরীর মত কংগ্রেস নেতারা বঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট, সমঝোতা কিংবা আসনরফা কোনটাই মানতে নারাজ।
কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী স্পষ্ট জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে তৃণমূলের কোন সমঝোতা মানবেন না তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রদেশ কংগ্রেস নেতা সুমন রায় চৌধুরী প্রশ্ন তুলেছেন জোট নিয়ে। তাঁর বক্তব্য, বাংলায় কংগ্রেস দলকে ক্ষতি করার মূলে তৃণমূল। বাংলায় কংগ্রেস কর্মীদের খুন করছে তৃণমূল। মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল পরিচালিত প্রশাসন। শেষ পঞ্চায়েত নির্বাচনের ক্ষত এখনও শুকোয়নি। এই অবস্থায় আমরা হাইকমান্ডের কাছে আবেদন করব তৃণমূলের সঙ্গে যেন বাংলায় যেন কোন সমঝোতা না হয়। তৃণমূলের সঙ্গে বাংলায় জোট হলে তা অনৈতিক। আমরা নিচুতলার কর্মীদের কি জবাব দেব?
আরও পড়ুন: Opposition Meeting: ফের রাজ্য বাম-কংগ্রেস কর্মীদের একসঙ্গে লড়াই করার আহ্বান জানালেন শুভেন্দু
প্রসঙ্গত অধীর রঞ্জন চৌধুরী ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোটে আগ্রহী নন তা তিনি বারেবারে বুঝিয়েছেন তাঁর মন্তব্যে। যেভাবে শেষ পঞ্চায়েত নির্বাচনে সরকারের অঙ্গুলিহেলনে কাজ করার অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তাঁর চড়া সমালোচনা করেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এমতাবস্থায় বঙ্গ কংগ্রেসের সঙ্গে হাইকমান্ডের মতপার্থক্যের সম্ভাবনা দেখা দিচ্ছে। অতীতেও এই মতানৈক্য দেখা দিয়েছে হাইকমান্ডের সঙ্গে বং ব্রিগেডের। বলা বাহুল্য, এই অবস্থায় কং-তৃণ জোট হলে তা মোটেই সুখকর হবে না নিচুতলার কংগ্রেস কর্মীদের কাছে।