নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থীর বাড়িতে আগুন ধরানোর অভিযোগ উঠল নির্দল প্রার্থী আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ পুড়িয়ে দেওয়া হয়েছে জয়ী তৃণমূল প্রার্থীর মোটরবাইক, বাই-সাইকেলসহ একটি ঘর। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার ধানতলা থানার নতুনগ্রাম মাহেশ্যপাড়া এলাকায়।
অভিযোগ, রানাঘাট ২ নম্বর ব্লকের রঘুনাথপুর হিজুলী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১৭ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী মলয় দাসের বাড়ির সামনে একটি ঘরসহ তার মোটরবাইক এবং একটি বাই-সাইকেল আগুন ধরিয়ে দেয় নির্দল প্রার্থী আশ্রিত দুষ্কৃতীরা। দলবিরোধী কাজ করার জন্য দলের পক্ষ থেকে শ্যাম কর্মকার বর্তমানে যিনি নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাকে দল টিকিট দেয়নি। তাই হেরে গিয়ে নির্দল প্রার্থী শ্যাম কর্মকার এইরকম অসামাজিক কাজ করছে। রাতেই খবর পেয়ে ধানতলা থানার পুলিশ আসে। একই সঙ্গে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। রাতের অন্ধকারে আগুন ধরানোর ঘটনায় আতঙ্কিত জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীর পরিবার।