নিউজ ডেস্ক: এলিট ক্লাবে প্রবেশ করল HDFC ব্যাঙ্ক। সম্প্রতি এইচডিএফসি লিমিটেডের অন্তর্ভুক্ত হয় দেশের বৃহত্তম এই বেসরকারি ব্যাঙ্ক। এবার ১৫১ বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১২.৪৩ লাখ কোটি টাকার মূলধন হলো এইচডিএফসি ব্যাঙ্কের। তবে ১০০ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করলেও পৌঁছতে পারে নি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কাছে। বাজার মূলধনের তালিকায় ভারতের মধ্যে এখনও শীর্ষেই রয়েছে রিলায়েন্স। ২য় স্থান ধরে রেখেছে TCS। যেখানে রিলায়েন্সের বাজার মূল্য ১৮.৮৫ লাখ কোটি, টিসিএস-এর তা ১২.৯৪ লাখ কোটি।
উলেখ্য, গত ১ জুলাই এইচডিএফসি লিমিটেডের সঙ্গে সংযুক্তিকরণ হয় এইচডিএফসি ব্যাঙ্কের। এরপরই বাজার মূল্যের দিক থেকে একাধিক মার্কিন এবং চিনা ব্যাঙ্ককে পিছনে ফেলে দিয়েছে HDFC। দুই সংস্থার সংযুক্তিকরণের পর থেকে ৮৩০০টি শাখা থেকে ১২ কোটি এইচডিএফসি গ্রাহককে করা হচ্ছে পরিষেবা প্রদান। ব্যাঙ্কিং পরিষেবার দিক দিয়ে স্টেট ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ককেও ছাড়িয়ে গেছে এইচডিএফসি।
সূত্রের খবর, সংযুক্তিকরণের পর বাজার-মূলধনের দিক থেকে বিশ্বের ৭ম বৃহত্তম ব্যাঙ্কে পরিণত হয়েছে এইচডিএফসি। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, মরগান স্ট্যানলি, গোল্ডম্যান শ্যাচস আর ব্যাঙ্ক অফ চায়নাকেও মূলধনে ছাপিয়ে গিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। এখন জেপি মর্গ্যান, ব্যাঙ্ক অফ আমেরিকা, চিনের আইসিবিসি-সহ হাতে গোনা কয়েকটি ব্যাঙ্কের পিছনে রয়েছে এই ভারতীয় বেসরকারি ব্যাঙ্ক।