নিউজ ডেস্ক: প্রধান বিচারপতি কাছে গোটা জেলায় পুনর্নির্বাচনের আবেদন করেছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। তার অভিযোগ স্বচ্ছ নির্বাচন হয়নি। নির্বাচনের পাশাপাশি তার আবেদন নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে শেষ নির্বাচনের তদন্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক।
যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এদিন মন্তব্য করেন, “গত দেড় মাস ধরে পঞ্চায়েত ভোট সংক্রান্ত গাদা গাদা মামলা হচ্ছে। সেসব মামলা শুনতে গিয়ে অন্য কোনো মামলা শোনা যাচ্ছে না। মানুষ ভাবছে আমরা কাজ করছি না। আসলে আপনাদের পঞ্চায়েত মামলার ভিড়ে অন্য সব মামলা চাপা পরে যাচ্ছে। এরপরেও যদি আপনারা মামলার সময় নির্দিষ্ট করতে বলেন, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। আইনজীবীদের একাংশের তাদের মামলার নির্দিষ্ট সময় দেওয়ার আবেদনে বিরক্ত হয়ে এই মন্তব্য করেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন: TMC Conflict: তৃণমূলের ঘরে আগুন দিল প্রাক্তন তৃণমূল!
অন্যদিকে এদিন হাওড়া, বালি, জগাছা, নদীয়া সহ বিভিন্ন জায়গায় গণনা কেন্দ্রে বিরোধীপ্রার্থীদের এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগে তদন্তের আর্জি জানানো হয়। গণনার,দিন কাউন্টিং এজেন্ট “প্রাণে বাঁচানোর” কথা বলে চিঠি লেখেন রিটার্নিং অফিসারকে। সেই চিঠির বয়ান পেশ আদালতে। পুনর্গননা সহ স্বাধীন তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের নির্দেশ দিক আদালত। মামলা দায়ের করে আবেদন করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। এই মামলার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলায় আগামীকাল শুনানির সম্ভাবনা রয়েছে।