নিউজ ডেস্ক: আবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার আলাস্কা। জিওলজিক্যাল সার্ভের সূত্র অনুযায়ী, পেনিন্সুলাতে ফের অনুভূত হয়েছে ভারী মাত্রায় ভূকম্প, রিখটার্স স্কেলে যার কম্পনমাত্রা ছিল ৭.৪। অন্যদিকে, ভূকম্পের কেন্দ্র ছিল মাটির প্রায় ৯.৩ কিলোমিটার গভীরে। প্রশান্ত মহাসাগরের ভূমিকম্পপ্রবণ রিং অফ ফায়ারের অন্তর্বর্তী হওয়ায় এমনিই সংবেদনশীল এলাকা আলাস্কা। মাঝেমধ্যেই হয়ে থাকে ভূকম্প।
ভূমিকম্পপ্রবণ হলেও এত ভয়ানক কম্পন ১৯৬৪ এর আগে হয়নি এখানে বলে সূত্রের খবর। উল্লেখ্য, আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে এলাকার মধ্যে অনুভূত হয়েছে এই কম্পন। এত মারাত্মক মাত্রা থাকায় আলাস্কায় জারি কর হয়েছে সুনামির সতর্কতা। কম্পনমাত্রা জোরালো থাকায় আশঙ্কা করা হচ্ছে গম্ভীর ক্ষয়-ক্ষতির। যদিও এখনও পর্যন্ত সেরকম কোনও রিপোর্ট জানা সম্ভব হয় নি।
বিশেষজ্ঞরা বলছেন, এবারের ভূমিকম্প টাটকা করে দিয়েছে ১৯৬৪ সালের মার্চে হওয়া ভূমিকম্পের ভয়াবহতাকে। রেকর্ড বলছে শুধুমাত্র আলাস্কা নয়, সমগ্র উত্তর আমেরিকায় এ পর্যন্ত ভয়াবহ ভূকম্প ছিল সেটি। আর সেই কম্পনের তীব্রতা ছিল ৯.২! আলাস্কা উপসাগরীয় এলাকা, আমেরিকার পশ্চিম তট এবং হাওয়াই দ্বীপপুঞ্জ ভেসে গিয়েছিল প্রবল সুনামিতে। সেই বিধ্বংসে মৃত্যু হয়েছিল প্রায় ২৫০ জনের।