নিউজ ডেস্ক: জল্পনা ছিলই এবার পড়ল শিলমোহর। ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) আর নয়। এবার থেকে ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স ‘INDIA’ নামে পরিচিতি পাবে বিরোধী জোট। বেঙ্গালুরুতে ২৬টি বিরোধী দলের বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ২৪’এর লোকসভার নির্বাচনী ময়দানে লড়াই হবে ‘মোদী বনাম ইন্ডিয়া’। প্রথমে তৃণমূল কংগ্রেসের ডেরেক ও’ব্রায়েনের ট্যুইট থেকে নাম পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তার কিছুক্ষণ পরই আরজেডি আর শিব সেনার তরফে এই নাম নিশ্চিত করা হয়।
এদিন বৈঠকের শুরু থেকেই নাম পরিবর্তন নিয়ে চলে নানান আলোচনা। সূত্রের খবর, নয়া নামে ‘অ্যালায়েন্স’এর পরিবর্তে ‘ফ্রন্ট’ শব্দটা চাইছিল বামেরা। আবার বাকিদের একাংশ বিরোধী জোটের নামে ‘এনডিএ’ শব্দের ব্যবহারে আপত্তি তুলছিল। অবশেষে কংগ্রেস নেতা রাহুল গান্ধী নতুন নাম দেন বলে ট্যুইটে জানিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা জিতেন্দ্র আওয়াদ। লেখেন, ‘রাহুলের সৃজনশীলতা ভীষণভাবে প্রশংসিত হয়’।
Tags: NULL