নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিং। সঙ্গে জামিন পেলেন কুস্তি ফেডারেশনের সচিব রাজেশ তোমার।
ছয়জন কুস্তিগিরের বয়ান নথিবদ্ধ করার পর দিল্লি পুলিশ মামলা করেছিল। শুনানির পর সেই মামলায় ব্যক্তিগত ২৫০০০ হাজার টাকার বিনিময়ে জামিন পেলেন ব্রিজভূষণ। তাও মাত্র দু’দিনের জন্য। ২০ জুলাই মামলার পরের দিনক্ষণ ঠিক হয়েছে।
ছয়বার বিজেপি সাংসদ ব্রিজভূষনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছিলেন দেশের পদকজয়ীরা। রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির বজরং পুনিয়া , সাক্ষী মালিকরা। নয়াদিল্লির সেই যন্তর-মন্তরে ধর্নামঞ্চে রীতিমতো গণআন্দোলনে রূপ নিয়েছিল। সেই বিক্ষোভ গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপ করতে হয়েছিল। আলাপ-আলোচনা চলার বন্ধ হয়েছিল আন্দোলন। মাঝে পুলিশী অত্যাচারে আন্দোলন হয়েছিল আরও তীব্র। কিন্তু কিছুটা রাষ্ট্রশক্তির রক্তচক্ষুর কাছে নীরবে সরতে হল। নাবালিকা কুস্তিগিরের পরিবার পক্সো আইনে ব্রিজভূষণকে অভিযুক্ত করেছিলেন। রাতের অন্ধকারে সেই নাবালিকার পরিবার যাবতীয় অভিযোগ প্রত্যাহার করার পর আন্দোলন স্তিমিত হতে শুরু হয়েছিল। তারপরে কুস্তিগিররা ফিরে গেলেন প্র্যাক্টিসে।
ব্রিজভূষণ জামিন পাওয়ার পর কুস্তিগিররা নতুন অঙ্ক কষা শুরু করেছে। কিন্তু সকলেই এখন এশিয়ান গেমসের শিবিরে ব্যস্ত। ফলে নয়া আন্দোলনের ডাক আর শোনা যাচ্ছে না।