নিউজ ডেস্ক: কথায় বলে, গাছে না উঠতেই এক কাঁদি! তেমনই কি হলো আগামী ২০২৪ লোকসভায় কেন্দ্রের বিজেপি সরকারকে হারানোর উদ্দেশ্যে গঠিত বিরোধী-জোট INDIA কে নিয়ে? বেঙ্গালুরুতে বৈঠকের পর গতকাল সাংবাদিক বৈঠক করেন বিরোধীরা। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই বৈঠকে ছিলেন না নীতীশ কুমার। আর নীতীশ কুমারের সাংবাদিক বৈঠকে না থাকা নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ বিহারের মুখ্যমন্ত্রীই ছিলেন বিজেপি-বিরোধী জোট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। আর সেই নীতীশেরই সাংবাদিক বৈঠকে না থাকাকে কটাক্ষ করে বিজেপির দাবি, নীতীশকে INDIA জোটের আহ্বায়ক না করায় ক্ষুব্ধ হয়েই তড়িঘড়ি পাটনা প্রত্যাবর্তন করেছেন তিনি।
উল্লেখ্য, সাংবাদিক বৈঠকে বিরোধী শিবিরের মধ্যে বক্তব্য রেখেছিলেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল এবং উদ্ধব ঠাকরে। ফ্লাইটের কারণে অথবা জরুরি কাজে আগে চলে গেছেন নীতীশ বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করা হলেও সূত্রের খবর, গঠবন্ধনের INDIA নাম নিয়ে নাখুশ তিনি। জানা গেছে, জোটের নাম নিয়ে আলোচনা না করেই কংগ্রেস সূত্রে ঘোষণা করে দিলে আশ্চর্য হয়ে যান নীতীশ। এমন কি বৈঠকের মধ্যেই নাকি তিনি প্রশ্ন তোলেন- একটি রাজনৈতিক জোটের নাম কীভাবে INDIA রাখা যায়! নীতীশকে গুরুত্ব না দেওয়াতে ক্ষুব্ধ হয়েছে আরজেডি এবং জেডিইউ-এরও একাংশ বলে খবর।
বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির প্রথম সারির নেতারা। বিজেপির রাজ্য সভার সাংসদ সুশীল কুমার মোদী নীতীশকে খোঁচা দিয়ে টুইট করেন,’INDIA জোটের আহ্বায়ক না করাতেই কি নীতীশ ক্ষুব্ধ?’ কটাক্ষ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবেও। তিনি বলেন,’ শুনেছি বিহারের মহাঠগবন্ধনের বড় ভূপতিরা ইতিমধ্যেই বেঙ্গালুরু থেকে ফিরে গিয়েছেন। বর ঠিক হয়নি, পিসেমশাইরা তার আগেই রেগে গেছেন।’ এক কথায় জন্মের পরেই স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিল ২৬ বিরোধী দলের গঠবন্ধন INDIA জোট।