নিউজ ডেস্ক: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু সম্পর্কিত মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছিল রিয়া চক্রবর্তীকে। এমনকি সুশান্তের মৃত্যুর পর থেকেই নানা সময় আঙুল উঠেছে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। সুশান্তের মৃত্যুর পর কারাবাসও করতে হয়েছে রিয়াকে। বেশ কিছু বছর কাজ বন্ধ ছিল তার। কোনো ছবিতে অভিনয়ও করতে দেখা যায়নি তাকে। মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার কিছুদিন পর রিয়াকে জামিনে মুক্তিও দেওয়া হয়। কিন্তু ২০২০ সালের অক্টোবর মাসে সেই জামিনের বিরোধিতা করে সিবিআই। সম্প্রতি সেই জামিনের বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছে সিবিআই।
২০২০ সালের ১৪ জুন সুশান্তকে নিজের ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার মর্মান্তিক মৃত্যু সারা দেশের মানুষের মনে আঘাত দিয়েছিল। তাঁর মৃত্যুর পর অভিনেতার বাবা কে কে সিং, সুশান্তের বান্ধবী রিয়ার উপর আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে এফআইআর দায়ের করেন। আর সুশান্তের মৃত্যুর মাসখানেকের মধ্যেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) অভিনেতার মৃত্যুর সঙ্গে যুক্ত মাদকের মামলায় রিয়া এবং তার ভাই শৌক চক্রবর্তীকে গ্রেপ্তার করে। রিয়াকে ওই বছরেরই সেপ্টেম্বরের ৮ তারিখ গ্রেফতার করে এনসিবি। তার চারদিন আগে গ্রেফতার হন অভিনেত্রীর ভাই শৌভিক। পরে তাঁরা দুজনই জামিনে মুক্তি পান। প্রথমে রিয়া ও পরে সৌভিক। সেই সময় এক লাখ টাকার বন্ড দিয়ে জেল থেকে ছাড়া পান সুশান্তের প্রাক্তন বান্ধবী।
আরও পড়ুন: Abhishek Bachchan: রাজনীতিতে অভিষেক! সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনে নাম লেখালেন অমিতাভ পুত্র?
এদিন বম্বে হাইকোর্ট জানিয়েছে এনডিপিএস আইনের ২৭এ ধারা অনুসারে একটি উপযুক্ত সময়ের জন্য এই বিরোধিতাকে মুলতুবি রাখা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে অবৈধভাবে টাকার লেনদেন এবং অপরাধীকে আশ্রয় দেওয়ার জন্য একজনকে সর্বোচ্চ ২০ বছরের কারাবাস দেওয়া যেতে পারে। এদিন আদালতের এই ঘোষণার পর বড়সড় স্বস্তি পেলেন রিয়া। বেশ কিছুদিন ধরে ক্রমে ক্রমে স্বাভাবিক ছন্দে ফিরছে রিয়ার জীবন। সুশান্তের মৃত্যুর পর পেরিয়ে গিয়েছে তিন তিনটি বছর। প্রতি বছরই সুশান্তের জন্মদিনে সমাজমাধ্যমে সুশান্তকে ঘিরে পোস্ট দেন রিয়া, প্রেমিকের আকস্মিক মৃত্যুর আবহ তাকে ছেড়ে যায়নি। সুশান্তকে ভোলা এখনও সহজ নয় রিয়ার কাছে।