নিউজ ডেস্ক: কেন্দ্রে তৃতীয়বার সরকার গঠন করবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। এবং আগামী লোকসভা নির্বাচনে ৫০ শতাংশেরও বেশি ভোটে জয়ী হবে জোট সরকার। বেঙ্গালুরুতে বিরোধী শিবিরের বৈঠকের পর ঠিক এই ভাষাতেই আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এনডিএ জোটের ২৫ বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার বৈঠক সাড়ে ৩৮টি দল। বৈঠকে বক্তৃতার দেওয়ার সময় মোদী বলেন, “পরবর্তী লোকসভা নির্বাচনেও জয় নিশ্চিত এনডিএ’র। দেশবাসী ইতিমধ্যেই সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে”। সুতরাং বিরোধী শিবির শত চেষ্টা করেও বিজেপির প্রতি দেশবাসীর আস্থা অটুট থাকবে।
২৪’এর লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরির জন্যে মঙ্গলবার বেঙ্গালুরুতে বৈঠক সাড়ে ২৬টি বিরোধী দল। বিজেপি বিরোধী এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। তবে নজর কেড়েছে বিরোধী জোটের নাম পরিবর্তনের বিষয়টি। এদিন সেই বিষয়কে কটাক্ষ করে এনডিএ’র পুরো কথাটির ব্যাখ্যা দেন মোদী। বলেন, “এনডিএ-তে ‘এন’র মানে হল ‘নিউ ইন্ডিয়া’, ‘ডি’র মানে হল ‘ডেভেলপ্ড নেশন’ এবং ‘এ’র মানে হল ‘অ্যাসপিরেশন অফ পিপল অ্যান্ড রিজিওন’।” অর্থাৎ প্রধানমন্ত্রীর কথায়, দেশবাসীর প্রগতি এবং উন্নয়নের প্রতীক হল এনডিএ।
উল্লেখ্য, রাজ্যভিত্তিক বিরোধী শিবিরের একাধিক দলের মধ্যে মতানৈক্য রয়েছে। তবে জাতীয় স্তরে বিজেপিকে হারাতে সমস্ত মতভেদ দূরে সরিয়ে রেখে জোটবদ্ধ হয়েছে ‘INDIA’। এদিন সেই প্রসঙ্গে মোদীর মত, ‘নেতিবাচক উদ্দেশ্যে তৈরি কোনও জোট সফল হতে পারে না’। তাঁর কথায়, “আমাদের কাছে জোট বাধ্যতা নয়। শুধুমাত্র শক্তির একটি মাধ্যম মাত্র”। সেইসঙ্গে তাঁর সংযোজন, “এনডিএ’র কাছে কোনও দলই ছোট বা বড় নয়। শুধুমাত্র দেশের উন্নতির স্বার্থে আমরা একই সঙ্গে এগিয়ে চলেছি”।