নিউজ ডেস্ক: ফের জঙ্গি নিশানায় সাধারণ মানুষ। অনন্তনাগে গুলিবিদ্ধ দুই পরিযায়ী শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে। এদিকে, জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। তবে এলাকায় জওয়ানদের উপস্থিতি সত্ত্বেও এই ঘটনায় ভীত স্থানীয় মানুষ।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় দুই পরিযায়ী শ্রমিককে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। ঘটনায় গুরুতর আহত হন তারা। এরপর স্থানীয় হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়া হয় তাদের। শেষ পাওয়া খবর অনুযায়ী, দু’জনের অবস্থা আপাতত স্থিতিশীল। তবে জঙ্গিদের উদ্দেশ্যে গোটা এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। এই প্রসঙ্গে একটি ট্যুইটও করেছে তারা।
উল্লেখ্য, এদিনের এই ঘটনা নিয়ে গত ৫ দিনে পরিযায়ী শ্রমিকদের উপর দ্বিতীয়বার আক্রমণ করেছে জঙ্গিরা। কিছুদিন আগে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে তিন পরিযায়ী শ্রমিককে গুলি করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। ঠিক কি কারণে এই ধরণের হামলা? তা এখনও জানতে পারেনি নিরাপত্তাবাহিনী। তবে উপত্যকায় জঙ্গি দমনে কোনও খামতি রাখেনি ভারতীয় সেনা।
মঙ্গলবার মধ্য ক