নিউজ ডেস্ক: চ্যাটজিপিটি আসার পর থেকেই বিশ্ব জুড়ে বদলে গেছে প্রযুক্তির খোলনলচে। AI অর্থাৎ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে একাধিক দেশ এবং কোম্পানি। এবার দেশে AI শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ গ্রহণ করল মোদী সরকার। দেশবাসীকে সম্পূর্ণ বিনামূল্যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ট্রেনিং দেওয়ার ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। AI for India 2.O মিশনের অধীনে অনলাইনে AI প্রশিক্ষণ চালু করা হচ্ছে দেশের নাগরিকদের জন্য।
সূত্রের খবর, স্কিল ইন্ডিয়া এবং গ্র্যাব ইওর ভার্নাকুলার ইম্প্রিন্ট(GUVI) এর যৌথ উদ্যোগে চালু হতে চলেছে এই প্রশিক্ষণ। আইআইটি মাদ্রাস এবং আইআইএম আহমেদাবাদের তৈরি Guvi একটি এড টেক কোম্পানি। আঞ্চলিক ভাষায় টেকনিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকে এই সংস্থাটি। তাঁর বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান জানান,’ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মতো প্রযুক্তিকে আমাদের নির্দিষ্ট কোনও ভাষায় বন্দী করে রাখা উচিত নয়। এই কারণে আমরা ভারতের আঞ্চলিক ভাষাগুলির মাধ্যমেও এই প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ভাষার গণ্ডী পেরিয়ে প্রত্যন্ত অঞ্চলের যুবক-যুবতিদেরকেও এই প্রযুক্তির সঙ্গে জুড়তে সাহায্য করবে।
উল্লেখ্য, আপাতত ৯ টি আঞ্চলিক ভাষায় দেওয়া হবে প্রশিক্ষণ। ট্রেনিং নেওয়ার জন্য GUVI-এর অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে সাইন আপ। কয়েকটি সাধারণ প্রশ্নের জবাব দিলেই মিলবে ছাড়পত্র। এমনকি প্রশিক্ষণ সফলভাবে নেওয়ার পর মিলবে আইআইটি মাদ্রাজের সার্টিফিকেটও। স্কিল ইন্ডিয়ার মাধ্যমে ভারতকে ডিজিটালাইজড করার লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্র। দেশের যুব শক্তিকে টেক-শিক্ষা দিতে ইতিমধ্যেই নেওয়া হয়েছে একাধিক পরিকল্পনা। এবার আন্তর্জাতিকক্ষেত্রে ভারতকে এগিয়ে রাখতে AI নিয়ে দেশজুড়ে সচেতনতা বাড়াতে চায় কেন্দ্র। অবশ্য, AI মানব সভ্যতার জন্য ক্ষতিকারক কিনা এ নিয়ে এখনও দ্বিধাবিভক্ত বিশ্বের প্রযুক্তিবিদেরা।