নিউজ ডেস্ক: ভোট কারচুপির অভিয়োগে বিজেপির মহামিছিল। মহামিছিল বিজেপির এককাট্টা ছবি। মিছিলে হাঁটলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, সজল ঘোষরা।
মিছিল থেকে বুধবার নতুন কর্মসূচী ঘোষণা বিজেপির। বিরোধী দলনেতার পরামর্শে সুকান্ত মজুমদার ঘোষণা করলেন ২১ জুলাই প্রতিটি ব্লকে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কলেজ স্ট্রিট থেকে রানী রাসমনি এভেনিউ পর্যন্ত যাবে এই মিছিল। ত্রিস্তর পঞ্চায়েতে ত্রিস্তর দুর্নীতি হয়েছে অভিয়োগ বিরোধী দলনেতার। বিডিও অফিসকে দুর্নীতির আঁতুড়ঘর বোলে অভিযোগ করেন বিরোধী দলনেতা।
Tags: NULL