নিউজ ডেস্ক: বুথ থেকে অন্তত৩০ জন লোক আনতে হবে। সুত্রের খবর এমনই হুইপ দেওয়া হয়েছে দলের তরফ থেকে। ২১ জুলাইয়ের সমাবেশে রেকর্ড মানুষের জমায়েত করার লক্ষে কোমর বাঁধছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এই রেকর্ড ভিড় করার লক্ষ্যে মানুষকে ভয় দেখিয়ে কলকাতামুখী করার আশংকা করছে বিরোধীরা।
ইতিমধ্যে সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে আগত কর্মীদের তৃণমূলের পক্ষ থেকে থাকার ব্যবস্থা করার হয়েছে। ৫০ হাজার কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছে এখানে। আজ বুধবার বিকেল থেকেই আসতে শুরু করবেন কর্মীরা এমনটাই জানিয়েছেন ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্মীরা। বৃহস্পতিবার ভরে যাবে এই প্রাঙ্গণ।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জন্য আলাদা ক্যাম্প করেছে। প্রতিটি জেলার জন্য রয়েছে আলাদা তাঁবু। থাকছে মেডিক্যাল ক্যাম্প। বুধবার রাত থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা চালু হয়ে যাবে। সকালে চা বিস্কুট,দুপুর ও রাতে এলাহী খাওয়া দাওয়া দেওয়া হবে কর্মীদের। ব্যবস্থাপনার দেখভালের দায়িত্বে রয়েছেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু।
ইতিমধ্যেই ২১ জুলাইয়ের কর্মসূচির পথে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এমনকি কালিম্পং থেকে নেতা-কর্মী- সমর্থকরা রওনা দিয়েছেন।