নিউজ ডেস্ক: টাকার অঙ্কে ভারতে ক্রিকেটারদের তুলনায় অনেকটাই পিছিয়ে আমাদের দেশের ফুটবলাররা। বিরাট কোহলির সম্পত্তির সঙ্গে ভারতের এক নম্বর স্ট্রাইকার সুনীল ছেত্রীর সম্পত্তির কোনও তুলনাই চলে না। বিরাটের মোট সম্পত্তির পরিমাণ কমপক্ষে এক হাজার কোটি টাকা। সেখানে সুনীল ছেত্রীর সম্পত্তির পরিমাণ ১২.৫০ কোটি টাকা।
কিন্তু তাজ্জব ব্যাপার হচ্ছে সুনীল নন, সম্পত্তির পরিমাণে ভাইচুং ভূটিয়া সহ সকলকে ছাপিয়ে গিয়েছেন গৌরমাঙ্গী সিং। ২০১৯ সালে তিনি অবসর নিয়েছেন ভারতীয় ফুটবল থেকে। বর্তমানে তিনি এফসি গোয়ার সহকারি কোচ। মণিপুরের এই ডিফেন্ডার দীর্ঘদিন খেলেছেন ভারতীয় টিমে। তাঁর সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা। সম্প্রতি এক বেসরকারী সংস্থা ভারতীয় ফুটবলারদের আয় নিয়ে খোঁজ খবর করতে গিয়ে চাঞ্চল্যকর অর্থ এসেছে হাতে।
সেখানে ভারতীয় দলের বর্তমান গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধুর মোট সম্পত্তি গৌরমাঙ্গী সিংয়ের কাছাকাছি। গুরপ্রীতের মোট সম্পত্তি ৩০ কোটি টাকার কাছাকাছি। প্রাক্তন জাতীয় তারকা বাইচুঙ ভূটিয়া সম্পত্তির পরিমাণ ১০ কোটির বেশি। আইএসএল হওয়ার পর ফুটবলারদের বেতনের দীর্ঘ লাফ দেখেছি। কিন্তু গৌরমাঙ্গী সিং আইএসএল খেলেননি। তিনি দেশের অপেশাদার লিগ আই লিগে খেলেছেন। তারপরে তাঁর বিশাল সম্পত্তি পরিমাণ দেখে সকলের চোখ কপালে।
আরও পড়ুন: Wrestlers Protest: মাত্র দু’দিনের জন্য জামিন ব্রিজভূষণের
সম্প্রতি সাহাল আবদুল সামাদ বার্ষিক প্রায় আড়াই কোটি টাকার চুক্তিতে যোগ দিয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টসে। কেরালা ব্লাস্টার্স থেকে। এরআগে ২০১১ সালে ওডাফা ওকোলি মোহনবাগানে যোগ দিয়েছিলেন প্রায় ২ কোটি টাকার বার্ষিক বেতনে। হোসে রামিরেজ ব্যারেটো পর্যন্ত খেলেছেন দু’কোটিতে। এক বছর নয়, একাধিক বছরে। কিন্তু তারপরে গৌরমাঙ্গি সিং নাম এক নম্বরে চলে আসায় বিযয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। আইএসএলে না খেলার পরেও।
ভারতীয় ফুটবল দল সম্প্রতি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ও সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। এরপর প্লেয়ারদের বিপুল পরিমাণ অর্থ পুরস্কারস্বরূপ দেওয়া হয়। সঙ্গে ছিল প্রশংসা। এদের মধ্যে থেকে সুনীল ছেত্রী সবথেকে বেশি পরিমাণ অর্থ পুরস্কারস্বরূপ পেয়েছেন। তবে চমকে দেওয়ার মত বিষয় হল তিনি সবথেকে বেশি পরিমাণ অর্থ পেলেও তিনি সবথেকে ধনী ফুটবলার নন। এই তালিকায় রয়েছেন অবসর নেওয়া ভারতীয় ফুটবলার গৌরমাঙ্গী সিং। তিনি একাধিক ট্রফি জিতেছেন। যার মধ্যে রয়েছে আইলিগ, ফেডারেশন কাপ। ২০০৮-০৯ মরশুমে তিনি আইলিগের সেরা ডিফেন্ডার হয়েছেন।