নিউজ ডেস্ক: এক বছর কোনও রকম অনুশীলন না করেই এশিয়ান গেমসে সরাসরি সুযোগ ভিনেশ ফোগটের। চাঞ্চল্যকর অভিযোগ তুলে সরব অন্তিম পাঙ্ঘাল। প্রতিবাদ অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জজয়ী ভারতীয় কুস্তিগির সুরজিৎ কাক্কাল। ভিনেশ ফোগটের বিরুদ্ধে এবার অভিযোগ তুললেন অন্তিম পাঙ্ঘাল। তাঁর অভিযোগ ভিনেশ ফোগটকে সরাসরি এশিয়ান গেমসে সুযোগ করে দেওয়া হয়েছে। এবার অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন অন্তিম পাঙ্ঘাল ভিনেশ ফোগাটের এশিয়ান গেমসের ট্রায়ালের ছাড় নিয়ে প্রশ্ন তুলেন। অন্তিম দাবি করেছেন যে কেবল তিনিই নন, অনেকেই ভারতীয় কুস্তিগীর ৫৩ কেজি বিভাগে ভিনেশকে পরাস্ত করতে পারবে।
ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের এড হক কমিটি সম্প্রতি ভিনেস ফোগটকে ৫৩ কেজি এবং বজরং পুনিয়াকে ৬৫ কেজি বিভাগে সরাসরি এশিয়ান গেমসে অংশগ্রহণের ছাড়পত্র দিয়েছে। অন্যান্য কুস্তিগীরদের মতো তাদের ট্রায়ালের মাধ্যম দিয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে হবে না। অন্যদের ২২ এবং ২৩ জুলাই ট্রায়ালের মধ্য দিয়ে জাতীয় দলের অংশ হতে হবে।
কিন্তু ভারতীয় কুস্তি ফেডারেশনের অ্যাডহক কমিটি কেন এই সিদ্ধান্ত নিয়েছে? প্রশ্নটা ঘোরাফেরা করছে মঙ্গলবার থেকেই। কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছিলেন ভিনেশ ও বজরং পুনিয়া সহ দেশের প্রথম সারির কুস্তিগিররা। সেই আন্দোলন অনেকটাই স্তিমিত। সেই আন্দোলন যাতে দানা আর না বাঁধে তাই ভিনেশ ও বজরংকে সরাসরি ট্রায়ালে নামার সুযোগ করে দিয়েছে। ঠিক তখনই কুস্তিগিরদের মধ্যে থেকে সমালোচনার ঝড় উঠছে। অলিম্পিকে পদকজয়ী কুস্তিগির সাক্ষী মালিককে নেওয়া হয়নি। তাঁকে ট্রায়ালে নামতে হচ্ছে। নামতে হবে অন্যান্য কুস্তিগিরদের। প্রশ্ন উঠছে দেশের বিভিন্ন প্রান্তে।
আরও পড়ুন: Smriti Madhana: ফর্ম নয়, স্মৃতিকে নিয়ে চর্চায় তাঁর বিশেষ বন্ধু
হরিয়ানার হিসারের ১৯ বছর বয়সী পাঙ্ঘাল, যিনি ৫৩ কেজিতে অংশ নিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন যে কেন ভিনেশকে বেঁছে নেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অনুশীলন করছে না তা সত্ত্বেও দলে সরাসরি জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এই তরুণী। সোশ্যাল মিডিয়ায় পাঙ্ঘলের একটি ভিডিয়ো দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি এই প্রশ্ন তুলেছেন। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ভিনেশ ফোগট এশিয়ান গেমসের জন্য সরাসরি সুযোগ পেয়েছে। ও গত এক বছরে কোনও অনুশীলন করেনি। গত এক বছরে ওর কোনও পদকও নেই। সাক্ষী মালিক অলিম্পিক্স পদক জিতেছে। তাকেও পাঠানো হচ্ছে না। ভিনেশের এত কী বিশেষত্ব রয়েছে যে তাকে ট্রায়াল ছাড়াই পাঠানো হচ্ছে? আমি বলছি না যে আমিই একমাত্র ভিনেশকে হারাতে পারি। আরও বেশ কিছু মেয়ে আছে যারা তাকে হারাতে পারে।’
তিনি আরও বলেন, ‘গত বছর, জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমি একটি স্বর্ণপদক জিতেছি। এই কৃতিত্ব অর্জনকারী ভারতের প্রথম মহিলা কুস্তিগীর হয়েছি আমি। ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও একটি রুপোর পদক জিতেছি। কিন্তু ভিনেশের গত এক বছরে দেখানোর মতো কিছুই নেই।’
ফোগাটের বিরুদ্ধে একটি ট্রায়াল ম্যাচের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘যখন সিডব্লিউজি ট্রায়াল হচ্ছিল, আমি ওর বিরুদ্ধে লড়াই করেছিলাম। তারপরও কর্মকর্তারা আমার সঙ্গে প্রতারণা করে। আমি বলেছিলাম ঠিক আছে। আমি হ্যাংজুতে এশিয়ান গেমসে গিয়ে অলিম্পিক্সের জন্য যোগ্যতা অর্জন করার চেষ্টা করব। কিন্তু এখন বলছে তারা ভিনেশকে পাঠাবে। তারা এটাও বলছে যে এশিয়ান গেমসে খেলবে সে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও যাবে। আর যে বিশ্বসেরা পদক জিতবে সে অলিম্পিক্সে যাবে। আমরা বছরের পর বছর ধরে কঠোর অনুশীলন করছি। তাহলে আমাদের কি হবে? আমাদের কি কুস্তি ছেড়ে দেওয়া উচিত? আমাদের বলুন কিসের ভিত্তিতে তাকে পাঠানো হচ্ছে।’