নিউজ ডেস্ক: মঙ্গলবার রাতে ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের পানাপুকুরে তৃণমূলের পরাজিত প্রার্থীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে বলে সূত্রের খবর। গুলি চালানোর অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে।
জানা গিয়েছে, তৃণমূল প্রার্থী হাতেম মোল্লার মাথায় গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঘটনা ঘিরে আবারও উত্তপ্ত ভাঙড়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাশিপুর থানার বিশাল পুলিশ ফোর্স।
গুলিবিদ্ধ হাতেমকে জিরেনগাছা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তার অবস্থার সংকটজনক হওয়ায় তাকে কলকাতায় রেফার করে দেয়। পাল্টা তৃণমূল আই এস এফের বেশ কয়েকজনের ওপর চড়াও হয় বলে অভিযোগ। বারংবার রাজ্যের এই প্রান্তে শাসকদলের কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনায় চাপ বাড়ছে শাসকদলের ওপর।