নিউজ ডেস্ক: ২০২৪ লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোটের মহাগঠবন্ধনে স্থান পেল না AIMIM অর্থাৎ আসাদুদ্দীন ওয়েইসির দল। ব্যাঙ্গালুরুতে গতকাল ২৬ টি দলের জোটের নামকরণ করার পর হয় সাংবাদিক বৈঠক। কিন্তু বিজেপি-বিরোধী এই শিবিরে ডাক পেলেন না তিনি। সূত্রের খবর, ব্যাঙ্গালুরুতে ডিনার পার্টিতে সব বিজেপি-বিরোধী দলকে সোনিয়া গান্ধী আমন্ত্রণ জানালেও এড়িয়েয় গেছেন মিমকে।
এবার এই বিষয়ে মুখ খুললেন দলের মুখপাত্র ওয়ারিস পাঠান। অভিমানের সুরে তাঁকে বলতে শোনা যায়,’ তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি অস্পৃশ্য বলে মনে করে আমাদের।’ মিমকে আমন্ত্রণ না জানানোর নৈতিকতা নিয়ে প্রশ্নও তোলেন তিনি। তাঁর বক্তব্য, ‘এই জোটে স্থান পেয়েছে কদিন আগেও বিজেপির সঙ্গে থাকা পার্টিগুলি।’ কিন্তু তাঁর দল কেন্দ্র সরকারের কাজকর্মের সমালোচনায় বড় ভূমিকা পালন করলেও ব্রাত্য রাখা হয়েছে তাঁদের।
কদিন আগে বিজেপির সঙ্গে থাকা পার্টিগুলির আজকের INDIA Alliance-এ প্রথম সারিতে দেখা যাওয়া মেনে নিতে পারেন নি ওয়ারিস। তিনি এই মন্তব্য করে আসলে বিজেপির একদা জোটসঙ্গী নীতীশ কুমার, মেহবুবা মুফতি এবং উদ্ধব ঠাকরেকে কটাক্ষ করেছেন বলে মত রাজনৈতিক মহলের। আবার গুজরাত ভোটের সময় কংগ্রেসের কঠোর সমালোচনা করা আপ-এর জোটে যোগ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এখানে উল্লেখ্য, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে বেশকিছু আসনে প্রার্থী দিয়েছিল মিম। আর সেই সময় থেকেই তৃণমূলের চক্ষুশূল হয়ে পড়ে তারা। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তৃনমূলের মুসলিমভোট কাটার জন্য বিজেপির সঙ্গে সমঝোতা করেই বাংলায় পা রেখেছে মিম।