নিউজ ডেস্ক: পুনরায় ভোট ও পুনর্গণনার আবেদন জানিয়ে বুধবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল ও নির্দল প্রার্থী। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ২ জন নির্দল ও ৭ জন তৃণমূল প্রার্থী আবেদন জানান।
জানা গিয়েছে এরা প্রত্যেকেই পূর্ব-মেদিনীপুর জেলার বাসিন্দা। কেউ বেলদার, কেউ খেজুরির আবার কেউ রামনগরের। অভিযোগ কেউ ভোটে জিতে শংসাপত্র পাননি। কোথাও অভিযোগ উঠেছে, ব্যালট পেপারে প্রিসাইডিং অফিসারের সই নেই। এই রকম একাধিক অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ ৯ জন।
বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে উল্লেখ করা হলে মামলা দায়েরর অনুমতি দেয় আদালত। জানা গিয়েছে মামলাকারীদের হয়ে মামলা লড়ছেন আইনজীবী সব্যসাচী ভট্টাচার্য। বিরোধী দলগুলি এতদিন এই ধরনের অভিযোগ জানিয়ে মামলার পাহাড় জমিয়েছেন কলকাতা হাইকোর্টে। এবার শাসক দলের প্রার্থীরা অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় অনিয়মের অভিযোগে সিলমোহর পড়া কার্যত সময়ের অপেক্ষা।