নিউজ ডেস্ক: মোদী পদবি অবমাননা মামলায় খানিক স্বস্তিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার এই মামলায় জেলের সাজার উপর স্থগিতাদেশ চেয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর আবেদনের শুনানি শুনবে সুপ্রিম কোর্ট। রাহুলের আবেদনের উত্তরে এমনটাই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিং এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ।
২০১৯’এ নির্বাচনী প্রচারে কর্ণাটকে ‘মোদী’ পদবি উল্লেখ করে একটি মন্তব্য করেন রাহুল। বলেন, ‘দুর্ভাগ্যজনক দেশের বড় বড় চোরেদের পদবি মোদী’। তাঁর এই বক্তব্যের বিরুদ্ধে গুজরাটের সুরাটে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। মামলার রায়দানে রাহুলকে দু’বছরের কারাদণ্ড দেয় আদালত। সেইসঙ্গে উচ্চ আদালতে আবেদন করার জন্য একমাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়। এরপর নিম্ন আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে গুজরাত হাইকোর্টের মামলা করেন কংগ্রেস নেতা। কিন্তু সেখানে ম্যাজিস্ট্রেট আদালতের রায় বহাল থাকে। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল।
শনিবার ‘অপরাধমূলক মানহানি’ মামলায় রাহুলের জেলের সাজার উপর স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদলতে আবেদন জানান আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। আবেদনে বলা হয়, ‘গুজরাট হাইকোর্টের ৭ জুলাইয়ের রায় উপর স্থগিতাদেশ দেওয়া না হলে বাকস্বাধীনতা, মতপ্রকাশ, স্বাধীন চিন্তাভাবনার কণ্ঠরোধের পরিবেশ তৈরি হবে’। সেইসঙ্গে, মামলার শুনানি শুক্রবার কিংবা সোমবার করার জন্যেও আবেদন জানান মনু সিঙ্ঘভি। এরপরই কংগ্রেস নেতার আবেদনের শুনানি ২১ জুলাই হবে বলে জানায় প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ।