নিউজ ডেস্ক: পুলিশের তৎপরতায় প্রাণ বাঁচল কিশোরীর। নদীতে তলিয়ে যাওয়া মেয়েটিকে সাহসিকতার সঙ্গে উদ্ধার করল পুলিশ। হাসপাতালে ভর্তি ওই তরুনীর অবস্থা স্থিতিশীল।
জানা গেছে, মঙ্গলবার রাতে চন্দননগরের রানীঘাটের কাছে গঙ্গায় এক কিশোরীকে শ্রীরামপুরের দিকে তলিয়ে যেতে দেখে ফেরিঘাটের কর্মীরা। তারা চন্দননগর থানায় খবর দিলে থানার এস আই পরমেশ্বর প্রামানিক তাঁর সঙ্গী আরও কয়েকজন পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারকে সঙ্গে নিয়ে রানীঘাট থেকে যন্ত্রচালিত নৌকো নিয়ে দ্রুত কিশোরীর কাছে গিয়ে তাকে উদ্ধার করেন। সংজ্ঞাহীন অবস্থায় চন্দননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই কিশোরীকে। কর্তব্যরত চিকিৎসক তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে নেন। বর্তমানে তার চিকিৎসা চলছে হাসপাতালে।
আরও পড়ুন: Calcutta Highcourt: উলটপুরাণ! অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল প্রার্থী
জানা যায় মেয়েটির নাম কিরণ কুমারী, বয়স ১৭.বাড়ি নৈহাটি। বাড়িতে বাবা মায়ের সঙ্গে প্রায়ই অশান্তি হত। বাবা মা মেয়েকে বাড়িতে রাখতে চাইছে না। এই কারনে আত্মহত্যা করার জন্য গঙ্গায় ঝাঁপ দিয়েছিল। তবে পুলিশের হস্তক্ষেপে জীবন ফিরে পেল নৈহাটির কিরণ।