নিউজ ডেস্ক:
পাসপোর্টের মধ্যেও দৌড়, ক্ষমতার দৌড়, শক্তির প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতায় এতদিন
সবাইকে টেক্কা দিয়ে এসেছিল জাপান। জাপানের পাসপোর্টই ছিল বিশ্বের সবথেকে শক্তিশালী
পাসপোর্ট। এবার সেই জাপানি পাসপোর্টকে এক ধাক্কা টেক্কা দিল সিঙ্গাপুরের পাসপোর্ট।
জাপানকে পিছনে ফেলে এই প্রথম শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে উঠে এল সিঙ্গাপুরের
নাম। সেই তালিকাই প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইনডেক্স।
সিঙ্গাপুরের
পাসপোর্ট ভিসার সাহায্যে যে কেউ বিশ্বের মোট ১৯২টি দেশে যেতে পারবেন। এমনটাই জানিয়েছে
হেনলি ইনডেক্স। বিগত ৫ বছর ধরে জাপান শীর্ষে ছিল, এবার সিঙ্গাপুর সেই স্থান দখল করায়
জাপান নেমে এসেছে তৃতীয় স্থানে। সূচকে দেখা যাচ্ছে দশ বছর আগে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র
সবার উপরে স্থান পেত, সেই দেশের পাসপোর্ট এখন শক্তির বিচারে অষ্টম স্থানে। ব্রেক্সিটের
পর ব্রিটেনের পাসপোর্টের শক্তির নিরিখও বেড়েছে। ২০১৭ সালের তুলনায় ব্রিটেন এখন উন্নতি
করেছে, চতুর্থ স্থানে উঠে এসেছে। আর হেনলির এই সূচকের একেবারে নীচে রয়েছে আফগানিস্তান
যেখানকার পাসপোর্টের সাহায্যে ঐ দেশের মানুষ ভিসা ছাড়া ২৭টি দেশে যেতে পারবেন।
আরও পড়ুন: World’s Richest Beggar: বিশ্বের সবচেয়ে ধনী ভিখারি এক ভারতীয়, সম্পত্তির পরিমাণ জানেন!
প্রতিবেশী দেশ চিনে
বেসরকারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার মত ঘটনায় এবং আভ্যন্তরীণ
ভূ-রাজনৈতিক ডামাডোলের কারণে অভিবাসীদের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠছে সিঙ্গাপুর।
সিঙ্গাপুর গত বছর প্রায় ২৩ হাজার ১০০ জন ব্যক্তিকে নাগরিকত্ব দিয়েছে। ইউরোপের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলিকে একধাক্কায় পিছনে ফেলে
শক্তিশালী পাসপোর্টের তালিকায় উঠে এল দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর।