নিউজ ডেস্ক: অভিযুক্তদের কোনওভাবেই রেয়াত দেওয়া হবে না। মণিপুরের ঘটনাপ্রসঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সংসদে বাদল অধিবেশনের শুরুতে সাংবাদিকদের তিনি বললেন, “মণিপুরের মেয়েদের সঙ্গে যা ঘটেছে তা গোটা দেশের কাছে লজ্জাজনক ঘটনা। ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেককে কঠোর শাস্তি দেওয়া হবে। তারা কোনও ভাবেই ক্ষমার যোগ্য নয়”। ন্যাক্কারজনক এই ঘটনায় তিনি ভীষণভাবে মর্মাহত বলেই এদিন জানান প্রধানমন্ত্রী।
বিবস্ত্র অবস্থায় মণিপুরের দুই মহিলাকে রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাওয়ার ভিডিও এবং গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে। মোদী সরকারের বিরুদ্ধে ইতিমধ্যেই সুর তুলতে শুরু করেছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী এন বিরেন সিং’এর ইস্তফার দাবিও তুলেছে তারা। সেইসঙ্গে, উত্তর-পূর্বে এই রাজ্যে প্রায় তিন মাস ধরে চলা হিংসার ঘটনায় প্রধানমন্ত্রীর নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে অধিবেশনের শুরুতে বিরোধীদের সমস্ত কটাক্ষের জবার দিলেন প্রধানমন্ত্রী। এদিকে ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী বিরেন সিং। তিনি স্পষ্ট জানিয়েছেন, ঘটনার সঠিক তদন্ত করবে রাজ্য পুলিশ। এমনকি ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ইতিমধ্যেই একজনকে গ্রেফতারও করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, মহিলা নির্যাতনের ঘটনাটি গত ৪ মে’র। এতদিন পর ট্যুইটারের মাধ্যমে প্রকাশ্যে এসেছে লজ্জাজনক সেই ঘটনার ভিডিও। উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি। এই আবহে পরিস্থিতি সামাল দিতে ট্যুইটার সহ সকল সোশ্যাল মিডিয়াকে ভিডিওটি শেয়ার বন্ধ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের তরফে কড়া নির্দেশ, বিষয়টি তদন্তাধীন হওয়ায় আইন মেনে চলাই কাম্য। সুতরাং কোনও ভাবেই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও যেন শেয়ার না হয়।