নিউজ ডেস্ক: আজ থেকে সংসদে শুরু বাদল অধিবেশন। আর গোটা দেশ সহ সমস্ত রাজনৈতিক দলের চোখ এই অধিবেশনের দিকে। ১৭ দিন ধরে চলবে অধিবেশন। আর এবার সংসদে পেশ করার কথা একাধিক গুরুত্বপূর্ণ বিল। যে কারণে শুরু থেকেই শাসক-বিরোধীর তুমুল তরজার সাক্ষী থাকতে পারে দেশ। উল্লেখ্য, এবারের অধিবেশনের সবচেয়ে হট টপিক হতে চলেছে মণিপুর। মণিপুর দাঙ্গা নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের সমালোচনায় এক ইঞ্চি জমি ছাড়ছে না বিরোধীরা। সেই সঙ্গে রয়েছে মূল্যবৃদ্ধির প্রসঙ্গ।
গতকাল এ নিয়ে সর্বদলীয় বৈঠক করে কেন্দ্র। কংগ্রেস-আম আদমি পার্টি সহ বিরোধী দলগুলি একাধিক জাতীয় সমস্যা নিয়ে আলোচনার দাবি জানিয়েছে অধিবেশনে। আজ অধিবেশনের শুরুর দিন- জাতীয় ডেন্টাল কমিশন বিল ২০২৩, জীব বিচিত্র সংশোধনী বিল ২০২২, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল ২০২৩, এগুলি উত্থাপনের কথা রয়েছে। অন্যদিকে, অধিবেশনের বাকি দিনগুলিতে সিনেমাটোগ্রাফ বিল ২০১৯, দিল্লি ন্যাশানাল ক্যাপিটাল টেরিটরি বিল ২০২৩-সহ ডিএনএ টেকনোলজি নিয়ন্ত্রণ বিল ২০১৯-এর মতো উল্লেখযোগ্য বিলগুলিও তোলা হবে সংসদে। এমনকি সম্ভাবনা রয়েছে UCC অর্থাৎ অভিন্ন দেওয়ানী বিধির প্রসঙ্গ ওঠারও।
এদিকে শুরুর দিনেই মণিপুরে ভাইরাল কুকি মহিলার ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় দেশ। ইতিমধ্যেই এ বিষয়ে কড়া নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্রেফতারও করা হয়েছে এক অভিযুক্তকে বলে খবর। বাদল অধিবেশনের শুরুর দিনে এই নিয়েও সংসদে শাসক-বিরোধী তরজা হওয়ার সম্ভাবনা। আরও বড় ব্যাপার হলো, ২৬ টি বিরোধী দল ইতিমধ্যেই INDIA জোট তৈরি করেছে আগামী লোকসভায় বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য। সংসদেও যে এই জোট মোদী সরকারকে চাপে রাখার চেষ্টা করবে তা পরিষ্কার। মোট কথা, অধিবেশনের শুরুতেই কেন্দ্র সরকারকে হতে হবে একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন।