নিউজ ডেস্ক: মারধরের অভিযোগ। প্রতারকের বিরুদ্ধে রড দিয়ে মারার অভিযোগ। আঘাত গুরুতর। তাও পুলিশ কেন হালকা ধারা প্রয়োগ করল অভিযুক্তের বিরুদ্ধে, কেন খুনের চেষ্টার অভিযোগ নয়? প্রশ্ন বিচারপতি জয় সেনগুপ্তর।
প্রশ্নের জবাব পেতে নদিয়ার শান্তিপুর থানার আই সি এবং আইওকে কেস ডায়েরি সহ আগামী মঙ্গলবার আদালতে হাজির হতে হবে। আদালতে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। পুলিশের বিরুদ্ধে ক্ষুব্ধ অভিযোগকারী। সূত্রের খবর সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা হাতানোর গুরুতর অভিযোগ রয়েছে এই মামলায়।
আরও পড়ুন: Calcutta Highcourt: বোর্ড গঠন আটকাতে মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে পুলিশ! অভিযোগ জানিয়ে হাইকোর্টে মামলা
জানা গেছে সেলিম মালিতার স্বামীকে কৃষি দপ্তরের গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে এই মামলায় অভিযুক্ত চার লাখ টাকা নেয় বলে অভিযোগ। কিন্তু চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইতে অভিযুক্তের বাড়িতে গেলে লোহার রড দিয়ে তাকে পেটানোর অভিযোগ ওঠে। অভিযুক্তের মারধরে গুরুতর আহত হলেও পুলিশ হালকা ধারা প্রয়োগ করায় প্রশ্নের মুখে আদালতে।