নিউজ ডেস্ক: দেশজুড়ে বইছে নিন্দার ঝড়, মণিপুরের ভাইরাল ভিডিও নিয়ে। দলমত নির্বিশেষে গর্জে উঠছে ভারতবাসী। এবার এই ঘটনার প্রতিবাদে সরব হলো বলিউড। সোশ্যাল মিডিয়ায় এঁকের পর এক ক্ষোভ উগড়ে দিচ্ছেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরা। মুখ খুলেছেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, রিচা চাড্ডা, ঊর্মিলা মাতণ্ডকর প্রমুখ প্রথম সারির সেলিব্রিটিরা। অক্ষয় কুমার টুইটে লেখেন,’মণিপুরের মহিলার প্রতি এমন বর্বরতার ভিডিও দেখে আমি শিহরিত, বিরক্ত। আশা করি অপরাধীরা এমন কঠিন শাস্তি পাবে যেন কেউ আর কখনও এমন জঘন্য কাজ করার কথা না ভাবে।’
অভিব্যক্তি ব্যক্ত করেছেন রিচাও। সংক্ষেপে লিখেছেন ‘Shameful! Horrific! Lawless!’। এদিকে রীতেশ লিখেছেন,’মণিপুরে মহিলাদের সাথে এমন নৃশংস আচরণ দেখে গভীরভাবে বিচলিত। আমি ক্ষোভে ফুঁসছি। এ ধরনের অপরাধের জন্য কারোকেই রেয়াত করা উচিত নয়। মহিয়ালদের মর্যাদার উপর হামলা মানবতার উপর আঘাত।’ ঊর্মিলা লেখেন,’মণিপুর ভিডিও দেখে আমি হতবাক, ভীত, আতঙ্কিত। এবং এটি আদতে মে মাসের ঘটনা…।’
Tags: NULL