নিউজ ডেস্ক: আগামীকাল তৃণমূল এবং কংগ্রেস শহীদ দিবস পালন করবে। লক্ষাধিক মানুষের ভীড় আছড়ে পড়বে কলকাতায়। অফিস হোক বা নির্দিষ্ট গন্তব্যস্থল হাতে একটু বেশি সময় নিয়ে বেরোবেন। কারন শুক্রবার ট্রেনের বহুলাংশের দখল যাবে রাজনৈতিক কর্মীদের কাছে। কলকাতায় চলবে না ট্রাম। বন্ধ থাকবে একাধিক রুটের বাস। বহু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ।
এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ-
• আর্মহার্স্ট স্ট্রিটে উত্তর থেকে দক্ষিণ
• কেসি সেন স্ট্রিট থেকে বিবেকানন্দ রোড পর্যন্ত
• বিধান সরণিতে দক্ষিণ থেকে উত্তর
• কলেজ স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে
• ব্রেবর্ন রোডে উত্তর থেকে দক্ষিণে
• হেয়ার স্ট্রিট থেকে রাজা উডমন্ট স্ট্রিট পর্যন্ত
• স্ট্র্যান্ড রোডে দক্ষিণ থেকে উত্তরে
• বিবি গাঙ্গুলি স্ট্রিটে পূর্ব থেকে পশ্চিমে
• বেন্টিঙ্ক স্ট্রিটে দক্ষিণ থেকে উত্তরে
আরও পড়ুন: Calcutta High Court: আঘাত গুরুতর তাও লঘু ধারা? হাইকোর্টে প্রশ্নের মুখে আইসির ভূমিকা
কেমন থাকবে বাস, ট্রাম ও ট্রেন পরিষেবা ?
• ট্রাম চলবে না
• বহু রুটের বাস বন্ধ থাকবে
• ট্রেন ও মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে
• অ্যাপ ক্যাব ও অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সির ক্ষেত্রে সারচার্জ থাকার সম্ভাবনা
কোন ধরনের গাড়িতে নিষেধাজ্ঞা ?
কলকাতা পুলিশের অধীনে সমস্ত এলাকায় মালবাহী যান চালানো যাবে না । ভোর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা রয়েছে । শুধু ছাড় দেওয়া হয়েছে গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি, সব্জি, ফল, ওষুধ এবং দুধের গাড়ির ক্ষেত্রে বাড়ি থেকে বেরোনোর আগে ভাল করে ২১ জুলাইয়ের রুট ম্যাপ দেখে নিতে বলছে পুলিশ ।
(সূত্র: কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের জারি করা নির্দেশিকা)